কলকাতা: প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। রাজ্যজুড়ে চড়ছে তাপমাত্রার (Temperature) পারদ। মঙ্গলবার সকাল থেকেই গরমের দাপট রয়েছে। কবে হবে স্বস্তির বৃষ্টি (Rain)? কী বলছে আবহাওয়া দফতর? আপাতত দহন জ্বালা সহ্য করতে হবে, আবহাওয়া দফতর সূত্রে খবর এমনটাই।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সারাদিন মূলত মেঘমুক্ত আকাশ থাকবে। মঙ্গলবার শহর কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি। এদিন সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।
আরও পড়ুন: Covid-19| রাজ্যে কোভিড সংক্রমণের হার এখন কত? পরিস্থিতি কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে!
চৈত্র শেষে আরও বাড়বে গরম। বুধ থেকে শনিবার কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। শহরে ৪০ ডিগ্রির ঘরে পৌঁছবে পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহের শুরু থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা, উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। ৬-৭টি জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি থাকবে তাপমাত্রা। আজ থেকে উত্তরবঙ্গেও গরম বাড়বে। সব মিলিয়ে গরমে হাঁসফাঁস করতে করতেই কাটবে এবারের পয়লা বৈশাখ। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম-এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনাও কম। সেখানেও ক্রমশ বাড়বে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের নতুন পরিস্থিতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় কর্নাটক, তামিলনাডুতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার হরিয়ানা, উত্তরপ্রদেশে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩৫ কিলোমিটার।