কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) হাতে আংটি (Ornament) কান্ডের ঘটনায় প্রেসিডেন্সি সংশোধনাগারের (Presidency Jail) সুপারিনটেনডেন্টকে (Superintendent) তলব করেছিল নগর দায়রা আদালত। সেই ঘটনায় ক্ষমা চেয়েছিলেন প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারিনটেনডেন্ট। তবে সেই ক্ষমা গ্রহণ করেনি আদালত। প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের (Super) বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিল আদালত। এডিজি কারাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটিও আদালতকে জানাতে বলা হয়েছে।সংশোধনাগারের ভেতরে কাউকে অতিরিক্ত সুযোগ পাইয়ে দেওয়া এবং কোনও গয়না ভেতরে প্রবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়ায় আইন লঙ্ঘন হয়েছে। এটি শাস্তিযোগ্য অপরাধ। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে এডিজি কারাকে।
এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chattapadhyay) হাতে আংটি (Ring) কাণ্ডে প্রেসিডেন্সি সংশোধনাগারের (Presidency Jail) সুপারকে (Super) সশরীরে আদালেত হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ২৬ এপ্রিল জেল সুপারকে লিখিত জবাব সহ আদালতে হাজির হতে বলা হয়েছিল। কেন পার্থ জেলে থাকা অবস্থাতেও আংটি পরে ছিলেন তা সবিস্তারে লিখিত আকারে জানাতে বলা হয়েছিল। ইডির (ED) আইনজীবী জানিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায় এতটাই প্রভাবশালী জেল কোড (Jail Code) ভেঙে আংটি (Ring) পরে জেলে ঘুরলেও তা নিয়ে বলার কেউ নেই। পার্থ চট্টোপাধ্যায় তাতে দাবি করেছিলেন, স্বাস্থ্যের (Health) কারণেই আংটি পরে থাকেন তিনি। যদিও জানা গিয়েছে, পরে পার্থ হাত থেকে আংটিটি খুলে দেন।
আরও পড়ুন: Rahul Gandhi | রাহুলের মামলা থেকে সরে দাঁড়ালেন গুজরাত হাইকোর্টের বিচারপতি, আরও বিপাকে কংগ্রেস নেতা
এই বিষয়ে আদালতে ইডির আইনজীবী বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের হাতের পাতা দেখাতে বলুন। তখন বিচারক বলেন, পার্থবাবু আপনার হাতের পাতা সামনে ও পিছন থেকে দেখান। বিচারক জিজ্ঞাসা করেন ওনার হাতের আঙুলে রিং আছে? ইডির আইনজীবী বলেন, হ্যাঁ আছে। একজন বিচারাধীন ব্যক্তি কত ক্ষমতাসম্পন্ন হলে জেলে গয়না ব্যবহার করছেন। ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল রুলে বলা আছে, বন্দি কোনওভাবেই টাকা, গয়না নিজের কাছে রাখতে পারবে না। তাও পার্থ চট্টোপাধ্যায়ের হাতে সোনার আংটি এল কীভাবে? বিচারক বলেন ইডি (ED) ওনাকে গ্রেফতারের পর জেরা করার সময়ে আংটি কি ছিল? আইনজীবী বলেন, না ছিল না। এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন পার্থবাবুর জেল কোড (Jail Code) জানার কথা নয়। বিচারক বলেন উনি তো নিজেকে আইনের ছাত্র বলেন। তাহলে কেন জানবেন না?