Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাWeather Update | ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস, বইবে ৫০ কিলোমিটার বেগে ঝড়...

Weather Update | ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস, বইবে ৫০ কিলোমিটার বেগে ঝড় হাওয়া 

Follow Us :

কলকাতা: এবার বদলাতে চলেছে আবহাওয়া (Weather)৷ দক্ষিণবঙ্গে আজ ও আগামিকাল বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির (Rain) সম্ভাবনা। রাজ্যে ফের একবার বাড়তে পারে তাপমাত্রা? ঠিক কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?          

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার সকালের দিকে আংশিক মেঘলা ছিল শহরের আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তেজও। তবে আজও ঝড়বৃষ্টির পূর্ভাবাস রয়েছে শহরে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৬৯ শতাংশ।   

আরও পড়ুন: Daily Bengali Horoscopes | Ajker Rashifal | আজকের রাশিফল | ২৮ মে, ২০২৩ 

এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের       সম্ভাবনা। বৃষ্টি হবে,  উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি,   পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। 

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদাতে হতে পারে বৃষ্টিপাত। এর মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

৪ জুন কেরালাতে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, চলতি বছর স্বাভাবিক হবে বর্ষা। বঙ্গে কবে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু? আলিপুর আবহাওয়া দফতরের তরফে এখনও বঙ্গে বর্ষা প্রবেশের নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

RELATED ARTICLES

Most Popular