Placeholder canvas

Placeholder canvas
HomeদেশNew Parliament Inauguration | নিন্দার ঝড় উপেক্ষা করে সংসদের নতুন ভবন উদ্বোধন...

New Parliament Inauguration | নিন্দার ঝড় উপেক্ষা করে সংসদের নতুন ভবন উদ্বোধন মোদির 

Follow Us :

নয়াদিল্লি: বিরোধীদের অনুপস্থিতি ও সমালোচনার ঝড়ের মধ্যেই সংসদের নতুন ভবন জাতির উদ্দেশে সমর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে যাগযজ্ঞ-বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে উদ্বোধন হল নতুন সংসদ ভবনের। রবিবার, সকাল ৮টা। বৈদিক রীতি মেনে শুরু হল সংসদের নতুন ভবনের ‘গৃহপ্রবেশের’ পুজোপাঠ। লোকসভার স্পিকার ওম বিড়লা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই অনুষ্ঠানে হাজির ছিলেন। এরপর মোদি নাদশ্বরম সুরের মূর্চ্ছনার মধ্য দিয়ে তামিলনাড়ু ঐতিহ্যমণ্ডিত দণ্ড সেঙ্গল হাতে তুলে নিলেন। পুজোপাঠ ও বৈদিক মন্ত্রোচ্চারণের জন্য গান্ধী মূর্তির কাছে একটি মণ্ডপ বাঁধা হয়েছে। সেখানে সর্বধর্ম প্রার্থনা চলছে। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিশিষ্ট অতিথিরা। প্রধানমন্ত্রী একবারে পরম্পরাগত পোশাক পরে সংসদের এক নম্বর গেট দিয়ে ঢুকেছেন। সেখানে তাঁকে স্বাগত জানান স্পিকার ওম বিড়লা।

আরও পড়ুন: Weather Update | ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস, বইবে ৫০ কিলোমিটার বেগে ঝড় হাওয়া

এদিকে, নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনই আন্দোলনরত কুস্তিগিরদের নিয়ে অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় সরকার। খাপ পঞ্চায়েতের মহিলা সদস্যরা এইদিনটাকেই নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাই পুলিশ বিশেষভাবে সতর্ক রয়েছে। কুস্তিগিরদের সমর্থনে মহিলা পঞ্চায়েত আজ বিক্ষোভ দেখাবে বলে ঠিক করেছে। হরিয়ানা থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, আম্বালার একটি গুরুদ্বারে রাতের জন্য বিশ্রাম নেওয়া পঞ্জাব থেকে আসা মহিলাদের ঘিরে রাখা হয়েছে। তাঁদের দিল্লিতে মহিলা পঞ্চায়েতে যেতে না দেওয়াই পুলিশের উদ্দেশ্য। ভোরে সংযুক্ত কিষাণ মোর্চার নেতা আইনজীবী রাজিন্দর সিংকে হরিয়ানা পুলিশ গ্রেফতার করে। তাঁকে রামপুরা থানায় রেখে দেওয়া হয়েছে।

শরদ পাওয়ারে দল এনসিপি নেত্রী তথা লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলে এদিন বলেন, দেশে গণতন্ত্র নেই। বিরোধীদের ছাড়াই উদ্বোধন অনুষ্ঠান অসম্পূর্ণ রয়ে গেল। এর স্পষ্ট অর্থ হল, দেশে কোনও গণতন্ত্র নেই। এদিকে, আন্দোলনরত কুস্তিগিরদের সপক্ষে বজরঙ্গ পুনিয়ার দাবি, পুলিশ যতই পথ রুখে দাঁড়াক, আজ মহাপঞ্চায়েত হবেই। আত্মসম্মান রক্ষার লড়াই জারি থাকবে। তিনি আরও বলেছেন, ওরা আজ সংসদের নতুন ভবনের উদ্বোধন করছে, কিন্তু গণতন্ত্রকে হত্যা করে। প্রতিবাদী কুস্তিগিররা এদিন নতুন সংসদ ভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখাবেন বলে ঠিক রয়েছে। সে কারণে দিল্লি-হরিয়ানা সীমানা, টিকরি ও সিঙ্ঘু সীমানায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। বহু প্রতিবাদীকে হরিয়ানাতেই আটক করে রেখেছে পুলিশ। পুলিশের কর্তারা জানিয়েছেন, কাউকে এদিনের জন্য দিল্লিতে ঢুকতে দেওয়া হবে না।

লালুপ্রসাদ-তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল এক টুইটে নতুন ভবনের গঠনশৈলীকে কফিনের আকারে তুলে ধরে একটি টুইট করেছে প্রতিবাদ হিসেবে। তাতে ক্যাপশনে লেখা হয়েছে, ইয়ে ক্যায়া হ্যায়? এর জবাবে বিজেপি নেতা সুশীল মোদি বলেছেন, সংসদের নতুন ভবনকে যারা কফিনের সঙ্গে তুলনা করেছে তাদের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা হবে।

এই দিনটিকে স্মরণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, তিনি ভাগ্যবান। কারণ পুরনো ও নতুন দুই সংসদের আসনেই বসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। বিশেষ এই দিনটির জন্য রাজধানী শহরে সব যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করছে পুলিশ। অনুমতি নেওয়া গাড়ি ও রুটের বাস ছাড়া অন্য কিছু চলাচল করতে দেওয়া হচ্ছে না নতুন ভবনের সামনে।

প্রধানমন্ত্রী মোদি সকালেই সংসদের নতুন ভবনের কর্মীদের সংবর্ধিত করেন। তাঁদের শাল ও একটি স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর বিজেপির সাংসদরা সকাল সাড়ে ১০টা নাগাদ নতুন ভবনের সেন্ট্রাল হলে বীর সাভারকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। প্রসঙ্গত, আজই বীর সাভারকরের জন্মদিন। এরপর সংসদের গ্রন্থাগার ভবনের জিএমসি বালযোগী অডিটোরিয়াম থেকে ১০১-তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে বলেন মোদি।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Kunal Ghosh | সন্দেশখালিতে সরকার বিরোধী চক্রান্ত হয়েছে, গঙ্গাধর কয়ালকে গ্রেফতারের দাবি কুণালের
04:52
Video thumbnail
Kestopur | ভোটের মুখে কেষ্টপুর খালে চলছিল আবর্জনা পরিষ্কারের কাজ, তখনই ঘটল ভয়ঙ্কর ঘটনা
02:23
Video thumbnail
Stadium Bulletin | আইএসএল ফাইনালের পর কী প্রতিক্রিয়া মোহনবাগান সমর্থকদের?
02:43
Video thumbnail
BSF | ভারত- বাংলাদেশ সীমান্তে মাদক পাচারে ধৃত বিএসএফের এএসআই হরিশচন্দ্র শুরুা
06:35
Video thumbnail
BJP | উত্তর কলকাতার বিজেপি নেত্রীকে 'মারধর' আহত অবস্থায় ভর্তি মেডিক্যাল কলেজে
02:53
Video thumbnail
Sandeshkhali Incident | সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো, তোলপাড় রাজ্য রাজনীতি
04:39
Video thumbnail
BSF | ভারত- বাংলাদেশ সীমান্তে মাদক 'পাচার', গ্রেফতার বিএসএফ আধিকারিক
06:35
Video thumbnail
Kunal Ghosh। সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, দেখুন ভিডিও
07:26
Video thumbnail
Indian Air Force | কাশ্মীরে বায়ুসেনার কনভয়ে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের! শহীদ ১ জওয়ান
01:31
Video thumbnail
ISL | সবুজ-মেরুনের স্বপ্নভঙ্গ, লিগ শিল্ড হারের বদলা নিল মুম্বই
01:27