skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeকলকাতাজ্বালানির ভ্যাট না কমালে নবান্ন অভিযানের হুমকি বিজেপির

জ্বালানির ভ্যাট না কমালে নবান্ন অভিযানের হুমকি বিজেপির

Follow Us :

কলকাতা : দাবি না মানা হলে, রাজ্য সরকার পেট্রোল-ডিজেলের ভ্যাট না কমালে নবান্ন অভিযানের পথ বেছে নিতে বাধ্য হবে বিজেপি ৷ মঙ্গলবার এই ভাষাতেই রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।  এ দিন মানিকতলা পেট্রোল পাম্পে অবস্থান কর্মসূচি ছিল রাজ্য বিজেপির ৷ সেখান থেকেই এই আগামী দিনের আন্দোলনের কথা জানান সুকান্ত।  

পেট্রোল-ডিজেলের উপর ভ্যাট কমাতে রাজ্য সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে বিজেপি৷ আজ  সকালে আন্দোলনকে জোরদার করতেই মানিকতলা পেট্রোল পাম্পে পৌঁছান বিজেপি কর্মী সমর্থকরা।  শুরু হয় অবস্থান কর্মসূচি।  

আরও পড়ুন Exclusive: ফাঁস আলাপন বন্দ্যোপাধ্যায়কে ‘হুমকি’ কাণ্ডের মূল অভিযুক্তের আরও একটি চিঠি

সোমবারই জানানো হয়েছিল, বিজেপি নেতারা রাজ্যের সব পেট্রোল পাম্পে যাবেন।  সচেতনতা শিবির খোলা হবে।  সেই মতোই আজ জমায়েত হয় পেট্রোল পাম্পে।  বাইরের রাজ্যগুলির সঙ্গে বাংলার তেলের দামের ফারাক বোঝাতে পেট্রোল পাম্পের সকলকে ‘সচেতন’ করেন বিজেপি নেতৃত্ব ৷ সেখানেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ”কেন্দ্র পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে।  ২৩টি  রাজ্য ভ্যাট কমিয়েছে।  সেখানে এ-রাজ্যে এ-বিষয়ে কোনও রকম পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে না।  তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এর কোনও ব্যবস্থা না করেন তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব।  প্রথমে গ্রামে-গ্রামে, জেলায় জেলায় আন্দোলন-প্রতিবাদ হবে ৷ পরে প্রয়োজনে নবান্ন অভিযানও হবে ৷”

আরও পড়ুন মানসিক অবসাদ থেকেই কি আলাপনকে হুমকি চিঠি, উত্তর খুঁজছে পুলিশ

৪ নভেম্বর কেন্দ্র সরকার পেট্রোল, ডিজেলে দাম কমিয়েছে ৷ এরপরই ২৩টি রাজ্য জ্বালানিতে ভ্যাট কমিয়েছে ৷ অথচ, বাংলা কমায়নি৷ আর এই ইস্যুকে ঢাল করে বঙ্গ বিজেপি বিক্ষোভ আন্দোলন শুরু করেছে ৷ 

RELATED ARTICLES

Most Popular