কলকাতা: বদলি নিতে হলে দিতে হবে ১ লক্ষ ২৫ হাজার টাকা। এরকমই বিস্ফোরক কথোপকথনের অডিয়ো রেকর্ডিং এজলাসে বসে শুনলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আবেদনকারী এবং স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যের ওই কথোপকথন হলফনামা আকারে চেয়ে পাঠালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই অডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।
আদালত সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের মনসুখা লক্ষ্মী নারায়ণ হাইস্কুলের সহকারী শিক্ষক গণেশ রজক বদলির আবেদন করেছিলেন ২০২১ সালে। ২০১৩ সাল থেকে তিনি সহকারী শিক্ষক পদে চাকরি করছেন। প্রথমবার স্কুল তাঁর বদলির আবেদন খারিজ করে দেয়। পরে অন্য একজনের মাধ্যেমে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য অসিত গোস্বামীর সঙ্গে ফোনে কথা হয় গণেশের। সেখানেই অসিত বদলির জন্য ১ লক্ষ ২৫ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ। তিনি গণেশকে এও জানান, বাকিরাও টাকা দিয়ে গিয়েছেন।
আরও পড়ুন: School Service Commission: চাকরির দাবিতে বিকাশ ভবনে বিক্ষোভ টেট উত্তীর্ণদের
বিচারপতি গঙ্গোপাধ্যায় মামলাকারীকে সবকিছু লিখিত আকারে আদালতে বৃহস্পতিবারই পেশ করার নির্দেশ দেন। কালই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।