Friday, July 4, 2025
HomeকলকাতাKuntal Ghosh | কুন্তল ঘোষের বিরুদ্ধে আজ চার্জশিট পেশ করতে পারে ইডি

Kuntal Ghosh | কুন্তল ঘোষের বিরুদ্ধে আজ চার্জশিট পেশ করতে পারে ইডি

Follow Us :

কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বিরুদ্ধে আজ চার্জশিট (Charge Sheet) পেশ করতে পারে ইডি। ইডির স্পেশাল আদালতে চার্জশিট জমা দেওয়ার সম্ভাবনা। গত ২১ জানুয়ারি তাঁর চিনার পার্কের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছিল কুন্তল ঘোষকে। আগামিকাল সেই গ্রেফতারির ৬০ দিন পূর্ণ হচ্ছে। ইতিমধ্যেই কুন্তল ঘোষকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেসও। 

ইডি সূত্রে খবর, তাঁর কাছে একাধিক বিষয়ে প্রশ্ন করা হলেও তদন্তে সহযোগিতা করেননি তিনি। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে বেশ কিছু নথিও সংগ্রহ করেছেন ইডি আধিকারিকরা। তবে কোনও টাকা উদ্ধার হয়নি বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।  নিয়োগ দুর্নীতিতে ধৃত আরেক তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কথাতেই কুন্তল ঘোষের ভিন রাজ্যে টাকা পাচারের কথা সামনে আসে। এরপর ইডি যখন নিয়োগ দুর্নীতির মানি ট্রেইল খুঁজতে যায় তখন দেখা যায় প্রায় ২০ কোটি টাকা কুন্তল ঘোষ একটি নামী হোটেল কোম্পানিতে বিনিয়োগ করেছেন।  টাকা পাঠানো হয়েছে একাধিক রাজ্যেও।

আরও পড়ুন:weather Update | বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, চরম দুর্যোগের পূর্বাভাস গোটা রাজ্যে

 এদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তথা নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত তাপস দাবি করেছেন, ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছেন কুন্তল। বাঁকা পথে যুবনেতার কাছে সব মিলিয়ে ১৯ কোটি টাকারও বেশি পৌঁছেছে। তাপস সেই সংক্রান্ত কিছু তথ্য-প্রমাণ জমাও দিয়েছেন। সিবিআই সূত্রে খবর, সেই সব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে বুধবার কুন্তলকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল। তাপসের সব অভিযোগ উড়িয়ে দিয়ে কুন্তল বলেন, ‘আমি যদি নিয়োগ দুর্নীতিতে ১০০ টাকাও নিয়ে থাকি, তা হলে সিবিআই নিশ্চয়ই ব্যবস্থা নেবে। যুবনেতা দাবি করেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানিকের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল না। 

পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে ইডির নজরে কুন্তলের স্ত্রী জয়শ্রীও। ইতিমধ্যেই কুন্তলের সব ব্যাঙ্ক অ্যাকাউন্টসের ডিটেলস নিয়ে জয়শ্রীকে ডেকেছিল ইডি। ইডি জানার চেষ্টা  করছে ব্যাঙ্কের আয়ের বাইরে কুন্তলের কোনও আয় রয়েছে কিনা। 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39