কলকাতা: রাজ্যপালের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় রাজ্যের অর্থমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী) চন্দ্রিমা ভট্টাচার্যকে (Chandrima Bhattacharya) বয়কটের কথা ঘোষণা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ( Governor C V Ananda Bose)। বৃহস্পতিবার রাতে রাজভবন জানিয়েছে, এখন থেকে ওই মন্ত্রীর উপস্থিতিতে কোনও অনুষ্ঠানে রাজ্যপাল থাকবেন না। তাঁকে কলকাতার রাজভবন, দার্জিলিংয়ের রাজভবন এবং ব্যারাকপুর রাজভবনে ঢুকতে দেওয়া হবে না।
আরও পড়ুন: বানানো ঘটনা নিয়ে মাথা ঘামাতে রাজি নই: রাজ্যপাল
রাজ্যপালের আরও নির্দেশ, রাজভবনে কলকাতা পুলিশকে ঢুকতে দেওয়া হবে না। চন্দ্রিমার বিরুদ্ধে আর কী কী আইনি ব্যবস্থা নেওয়া যায়, তা খতিয়ে দেখার জন্য দেশের এটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করছে রাজভবন। রাজ্যপালের এই সিদ্ধান্তও বেনজির।
অন্য খবর দেখুন
