
কলকাতা: আমাকে বদনাম কারার চেষ্টা চলছে। আমাকে বদনাম করে কেউ বা কারা ভোটের বাজারে ফায়দা তোলার চেষ্টা চালাচ্ছেন। তাঁর বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগে মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। বানানো অভিযোগ নিয়ে আমি মাথা ঘামাতে রাজি নই। মহিলার অভিযোগ, পিস রুম খোলার সময় তাঁর সঙ্গে পরিচয় হয় রাজ্যপালের। সেদিন প্রথম তাঁর সঙ্গে কথা বলেন। মহিলার বায়োডাটাও নেন রাজ্যপাল। আজ নিয়ে ২ দিন নিজের চেম্বারে ডাকেন রাজ্যপাল। মহিলার শরীর স্পর্শ করেন বলে অভিযোগ।
এই অভিযোগকে ‘কৌশলী আখ্যান’ বলে বর্ণনা করেন বোস। তিনি বলেন, ভোটের বাজারে কৌশল করে আমার বদনাম করার চেষ্টা করেছে কেউ বা কারা। যাঁরা ভোটে ফায়দা তুলতে চান, ঈশ্বর তাঁদের মঙ্গল করুন। কিন্তু দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে আমার লড়াই থামবে না। একদিন সত্যের জয় হবে। উল্লেখ্য, রাজ্যপাল বা রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা হয় না। রাজ্যপালের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে তা জানাতে হবে রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্টে (Supreme Court)। রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্রমন্ত্রক।
To the Raj Bhavan staff who expressed solidarity with Hon’ble Governor Dr. C. V. Ananda Bose against whom some derogatory narratives were circulated by two disgruntled employees as agents of political parties, Hon’ble Governor said:
— Raj Bhavan Kolkata (@BengalGovernor) May 2, 2024
আরও পড়ুন: কোভিশিল্ড বিতর্কের মধ্যেই ভ্যাক্সিন সার্টিফিকেট থেকে উধাও মোদির ছবি
বিরোধীদের অভিযোগ, নিয়োগ দুর্নীতি থেকে সন্দেশখালি (Sandeshkhali), কুণাল ঘোষ সহ বিভিন্ন ইস্যুতে কোণঠাসা শাসকদল তৃণমূল (Trinamool)। এই সব ইস্যু থেকে নজর ঘোরাতে এই সব করছে। রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, অভিযোগ সত্য না কি চক্রান্ত, সেটা দেখতে হবে। ভোটের বাজারে রাজনৈতিক চক্রান্ত কি না, তা দেখতে হবে। যদি সত্য হয়, কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করবে। তিনি বলেন, নানা কারণে শাসকদলের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তাই দৃষ্টি ঘোরাতে এসব অভিযোগ করা হচ্ছে কি না, তার তদন্ত হওয়া দরকার।
অন্য খবর দেখুন
