Sunday, August 24, 2025
HomeScrollসাত বছরের বেশি সময় ধরে নির্বাচন ছাড়াই চলছে হাওড়া পুর নিগম

সাত বছরের বেশি সময় ধরে নির্বাচন ছাড়াই চলছে হাওড়া পুর নিগম

হাওড়া: প্রায় সাত বছরের বেশি সময় ধরে নির্বাচন ছাড়াই চলছে হাওড়া পুর নিগম। ২০১৮ সালের পরে আর ভোট হয়নি বলে জানা যাচ্ছে। সেই থেকে হাওড়া পুর নিগমে ভোট করানোর জন্য চলছে মামলা। হাইকোর্টে দ্রুত ভোট করানো হোক এই দাবিতে হাওড়া পুর নিগম দাবি করলে রাজ্যের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত ফল কিছুই পাওয়া যায়নি।

আরও পড়ুন: ২৫ বছর জেলে থাকা বন্দিকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট

সাত বছরের বেশি সময় ধরে হাওড়া পুর নিগমে নির্বাচন হয়নি, তারপরেও বালি পুরসভা হাওড়ার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরে তাকে ফের আলাদা করা হয়। রাজ্য সরকার ভোট করানোর পরিবর্তে সেখানে শাসকদলের প্রতিনিধিদের প্রশাসক হিসাবে বসিয়ে শাসক দলের একছত্র অধিপত্য কায়েম করেছে। ফলে আর্থিক অনিয়মের চলছে রমরমিয়ে বলেও ইঙ্গিত আইনজীবীর।

প্রধান বিচারপতি রাজ্যের এডভোকেট জেনারেল বা কোন আইনজীবী ও অন্যান্য সব পক্ষকে কপি দিতে নির্দেশ দিয়েছেন। প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছেন আগামী সপ্তাহেই এই মামলা শোনা হবে। মামলাকারীরাও দ্রুত ওই মামলা শোনার আবেদন জানিয়েছেন আদালতে। এর আগের হাইকোর্টের নির্দেশ মত পুরো নিগমের আর্থিক হিসেব নিকেশ জমা দিতে হবে মামলায়।

দেখুন অন্য খবর

Read More

Latest News