skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeকলকাতাকেষ্টপুরে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ৩০ টিরও বেশি দোকান

কেষ্টপুরে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ৩০ টিরও বেশি দোকান

Follow Us :

কলকাতা: কেষ্টপুরে আগুন। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। প্রাথমিকভাবে অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ। কেষ্টপুরের শতরূপা পল্লিতে রবিবার ভোর রাতে লাগে এই আগুন। আগুনের গ্রাসে ৩০ টিরও বেশি দোকান। মধ্যরাতেই ঘটনাস্থলে উপস্থিত হন দমকল মন্ত্রী সুজিত বসু।

আরও পড়ুন: জলপাইগুড়িতে জয়ী বিধায়কদের সংবর্ধনা তৃণমূলের

ভিআইপি রোডের ধারে ভোর রাতে হঠাৎই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন দমকল কর্মী। ৩০ টিরও বেশি দোকানের পাশাপাশি পুড়ে গিয়েছে ৫০ টিরও বেশি ঝুপড়ি। আগুন নেভাতে দমকলের পাশাপাশি আনা হয় ফোম, অত্যাধুনিক রোবট।

আরও পড়ুন: হেমন্ত-সরকারকে ক্ষমতাচ্যুত করার চক্রান্তের অভিযোগে গ্রেফতার ৩

স্থানীয়রা জানিয়েছেন, একের পর এক গ্যাস সিলিন্ডার ফাটতে থাকে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা এলাকা। নির্বিঘ্নেই বের করে আনা হয়েছে সকলকে। সুজিত বসু বলেন, ‘রাত ২ টোর সময় এখানে আগুন লাগে। তখনই এখান থেকে ফোন যায় আমার কাছে। দমকল ও পুলিশকে জানানো হয়। এখানে অনেক গরিব মানুষের দোকান ছিল। সেগুলি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। দোকানের তালিকা ধরে দেখা হবে। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেওয়া হবে। তবে সবচেয়ে স্বস্তির খবর, কোনও মানুষ আটকে পড়েননি’।

RELATED ARTICLES

Most Popular