skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeকলকাতাKMC Election 2021: হুমকিই সার শুভেন্দুর, কলকাতা অচল হল কোথায়

KMC Election 2021: হুমকিই সার শুভেন্দুর, কলকাতা অচল হল কোথায়

Follow Us :

কলকাতা: হম্বিতম্বিই সার হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভোটের দুদিন আগেই তিনি হুমকি দিয়েছিলেন, ভোটের দিন কোনও বিজেপি প্রার্থীর গায়ে হাত পড়লে কলকাতা-সহ গোটা রাজ্য অচল করে দেওয়া হবে। বেলা দশটার পরে রাজ্য নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করা হবে। শুভেন্দু জানিয়েছিলেন, জেলায় জোলায় অবরোধ হবে, বিধায়কদের হাওড়া ও বিধাননগরের কাছাকাছি কোথাও আসতে বলা হয়েছে। কিন্তু রবিবার ভোটের দিন দেখা গেল, বিজেপির অনেক প্রার্থী আক্রান্ত হলেন, অনেক এজেন্টকে বার করে দেওয়া হল। কিন্তু কোথায় শুভেন্দুর অবরোধ, কোথায় কী। সন্ধ্যা ৬ টায় তাঁর নেতৃত্বে বিজেপি রাজভবনে যাবে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে। এটাই বিজেপির কর্মসূচি।

তবে জেলায় জেলায় যে একেবারে বিক্ষোভ করেনি বিজেপি, এমনটাও নয়। মেদিনীপুর-সহ কয়েকটি জেলায় বিজেপি অবরোধ করেছে, বিক্ষোভ দেখিয়েছে। যদিও তা জনমানসে তেমন করে দাগ কাটতে পারেনি। শুভেন্দুর দাবি, সব জেলায় বিজেপি সমর্থকরা রাস্তায় নেমে পড়েছে। তিনি বলেন, আমরা সমর্থকদের বলেছি, মানুষের যাতে অসুবিধা না হয়, তার দিকে নজর দিয়ে আন্দোলন করতে বলেছি। বিকেল পাঁচটার পর আমি নিজে পথে নামব। নির্বাচন কমিশনে ঢুকতে না দিলে রাস্তায় বসে পড়ব। রাজ্যপালের সঙ্গেও দেখা করে পরিস্থিতি জানাব।

আরও পড়ুন- KMC Election 2021: ৪৪টা ইভিএম খারাপ, বিক্ষিপ্ত ঝামেলা, বিজেপিকে নিশানা ফিরহাদের, কেমন চলছে পুরভোট

বিরোধী দলনেতার অভিযোগ, পিসি ও ভাইপোর নির্দেশে নির্বাচন কমিশন এবং কলকাতা পুলিস পুরভোটকে প্রহসনে পরিণত করেছে। তিনি জানান, তাঁর কাছে অন্তত এক হাজার ফুটেজ রয়েছে, যেখানে ভোটকে প্রহসনে পরিণত করার স্পষ্ট প্রমাণ রয়েছে। রাজ্যপালকে তা দেখানো হবে।  

RELATED ARTICLES

Most Popular