skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeকলকাতাKMC vote counting: মঙ্গলবার ভোটগণনা, গণনাকেন্দ্রে প্রস্তুতি তুঙ্গে

KMC vote counting: মঙ্গলবার ভোটগণনা, গণনাকেন্দ্রে প্রস্তুতি তুঙ্গে

Follow Us :

কলকাতা: আগামিকাল মঙ্গলবার কলকাতা পুরসভার(KMC Election 2021) ভোটগণনা(KMC vote counting)। শহরের বিভিন্ন গণনা কেন্দ্রে(counting center) সোমবার চলে শেষ মুহূর্তের প্রস্তুতি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, হেস্টিংস হাউস, গীতাঞ্জলি স্টেডিয়াম, বরিশা বিবেকানন্দ কলেজ সহ ১১টি কেন্দ্রে চলবে ভোটগণনা। হাইকোর্টের নির্দেশ মেনে সব গণনা কেন্দ্রের ভিতরে ও বাইরে পর্যাপ্ত সিসিটিভির নজরদারি ব্যবস্থা রাখছে রাজ্য নির্বাচন কমিশন। থাকছে কড়া পুলিসি নিরাপত্তা ব্যবস্থা।

কমিশন সূত্রের খবর, ১৩ থেকে ১৬ রাউন্ড পর্যন্ত ভোট গণনা হবে। আশা করা যায় মঙ্গলবার দুপুরের মধ্যেই ১৪৪ টি ওয়ার্ডের ফলাফল জানা যাবে। গণনা কেন্দ্রগুলিতে গণনাকর্মী ও রাজনৈতিক কর্মীদের কোভিডবিধি কঠোরভাবে মেনে চলতে হবে বলে কমিশনের নির্দেশ। গণনাকেন্দ্রে থাকবে মাস্ক, স্যানিটাইজার এবং থার্মাল গান দিয়ে শারীরিক পরীক্ষার ব্যবস্থা।

আরও পড়ুন: KMC Election HC Case: পুরভোটে সন্ত্রাসের অভিযোগে হাইকোর্টে সিপিএম-বিজেপি

বিধানসভা ভোটের মতো মঙ্গলবারও দলীয় কর্মী সমর্থকদের বিজয় মিছিল করতে নিষেধ করেছে তৃণমূল। করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখেই শাসকদলের এই নির্দেশ। জয়ের উল্লাস করতে গিয়ে কোথাও যেন বাড়াবাড়ি না করা হয়, সে ব্যাপারেও স্থানীয় নেতাদের সতর্ক করে দিয়েছেন শীর্ষ নেতৃত্ব।

কমিশন সূত্রের খবর, বিভিন্ন গণনাকেন্দ্রে প্রতিটি হলে জাল লাগানো আলাদা কাউন্টার করা হয়েছে। কাউন্টিং রুমে দুজন করে আধিকারিক থাকবেন। জালের অপরদিকে প্রার্থীর কাউন্টিং এজেন্টের বসার জায়গা করা হয়েছে। কাউন্টিং হলের সামনে একজন করে সুপারভাইজার থাকবেন।

RELATED ARTICLES

Most Popular