Placeholder canvas
HomeScrollসাংসদ শিশিরের সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি কুণালের

সাংসদ শিশিরের সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি কুণালের

কলকাতা: কাঁথির সাংসদ শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বুধবার সেই চিঠির একটি করে কপি ইডি এবং সিবিআইকেও পাঠিয়েছেন তিনি। এদিন তাঁর এক্স হ্যান্ডেলে চিঠির ছবি পোস্ট করে এ ব্যাপারে জানান। যদিও এ নিয়ে অধিকারী পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, খাতায়-কলমে শিশির এখনও তৃণমূলের সাংসদ। পাশাপাশি, তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা। সমাজমাধ্যমে কুণাল জানান, ২০০৯ সালে সাংসদ হিসাবে শিশির অধিকারীর সম্পত্তির পরিমাণ ছিল ১০ লক্ষ টাকা। ২০১১ সালে সেই সম্পত্তির পরিমাণ বেড়ে হয় ১৬ লক্ষ টাকার কাছাকাছি। কিন্তু দেখা যাচ্ছে, ২০১২ সালে তিনি যখন মন্ত্রী হন তখন প্রধানমন্ত্রীর দফতরকে দেওয়া তাঁর আর্থিক সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছিল ১০ কোটি টাকা। এক বছরের মধ্যে সেই পরিমাণ কীভাবে ১০ কোটি টাকা হল, তা নিয়ে প্রশ্ন কুণালের।

আরও পড়ুন: রেশন দুর্নীতিতে রাইস মিলের মালিক ও ডিস্ট্রিবিউটররা সরাসরি জড়িত, দাবি ইডির

RELATED ARTICLES

Most Popular

Recent Comments