কলকাতাঃ রাজ্যে স্বাস্থ্যব্যবস্থায় নতুন উদ্যোগ। অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকেই প্রথম পর্যায়ে শুরু হতে চলেছে ‘সেন্ট্রাল রেফারেল সিস্টেম’। দক্ষিণ ২৪ পরগনার হাসপাতালগুলিতে পাইলট ট্রেনিং হিসেবে এই ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য।
আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ সিবিআইয়ের
নয়া এই উদ্যোগ সফল হলেই নভেম্বর মাস থেকে রাজ্য জুড়ে চালু হতে পারে এই পরিষেবা, ঘোষণা স্বাস্থ্য দফতরের। এক রোগীকে এক হাসপাতাল থেকে কেন অন্য হাসপাতালে রেফার করা হচ্ছে, সেই কারণ জানাতে হবে সংশ্লিষ্ট হাসপাতালকে। পাশাপাশি রোগীর পরিবারও জানতে পারবে কেন অন্য হাসপাতালে রেফার করা হচ্ছে।
প্রসঙ্গত, আরজি করের কর্তব্যরত মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের মামলার বিচার চেয়ে পথে নেমেছিলেন তাঁর সহপাঠীরা। জুনিয়র চিকিৎসকদেরও দশ দফা দাবির একটি ছিল ‘সেন্ট্রাল রেফারেল সিস্টেম’ চালু করার। আজ তা নিয়ে বৈঠক করেন স্বাস্থ্য দফতর আধিকারিকরা। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলেই সূত্রের খবর।
দেখুন অন্য খবরঃ