কলকাতা: রাজারহাটে এক বেসরকারি কলেজের হস্টেল থেকে নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। মঙ্গলবার সিক রুম থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিস। মৃত ছাত্রীর নাম মহাশ্বেতা মণ্ডল। তিনি বাগনানেন বাসিন্দা। ওই রুম থেকে উদ্ধার হয় এক সুইসাইড নোটও। ঘটনার তদন্তে নেমেছে রাজারহাট থানার পুলিস।
পুলিস সূত্রে খবর, রাজারহাটে লাউহাটির ওই বেসরকারি নার্সিং কলেজে পড়ত ওই ছাত্রী। জিএনএম কোর্সের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। হস্টেল ক্যাম্পাসের চারতলায় থাকতেন। মঙ্গলবার ডিউটি সেরে বিকেলে হস্টেলে ফিরে আসেন মহাশ্বেতা। তারপর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। নিরাপত্তারক্ষীরা খোঁজ শুরু করে দেখেন, হস্টেলের দোতলায় সিক রুমে ঝুলছে তাঁর দেহ। থানায় খবর দিলে দরজা ভেঙে মহাশ্বেতার মৃতদেহ উদ্ধার করে পুলিস।
ওই রুম থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। সেই নোটে লেখা রয়েছে, বিভিন্ন বিষয়ে শহপাঠিরা উত্তক্ত করতো’। তবে কারা তাঁকে উত্তক্ত করত, সেই বিষয়ে কিছুই লেখা নেই। সুইসাইড নোট ধরেই ওই রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিস। তাঁর সহপাঠীদেরও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। যদিও এই বিষয়ে বেসরকারি নার্সিং কলেজ ও স্কুল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চাননি।
আরও পড়ুন: Bhawanipore Murder: ভবানীপুরে দম্পতি খুন-কাণ্ডে হারিয়ে যাওয়া ফোন মিলল ধর্মতলায়