ওয়েব ডেস্ক: দুই সরকারি স্কুলের গ্রন্থাগারের (Govt School Library) দায়িত্ব সামলাবেন একজন লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারিক (Librarian)। সম্প্রতি এমনই এক নির্দেশ জারি করেছে স্কুল শিক্ষা দফতর (School Education Department)। হিন্দু স্কুলে (Hindu School) কর্মরত গ্রন্থাগারিক জিষ্ণু ভট্টাচার্যকে সেই স্কুলের পাশাপাশি দায়িত্ব দেওয়া হয়েছে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের (Ballygunge Govt School) গ্রন্থাগারেরও। আধিকারিক সঙ্কটে এরকমই ‘নজিরবিহীন’ সিদ্ধান্ত নিতে হল স্কুল শিক্ষা দফতরকে। তা নিয়ে ক্ষোভ হিন্দু স্কুলের শিক্ষক মহলে।
জানা গিয়েছে, হিন্দু স্কুলের লাইব্রেরিয়ান জিষ্ণু ভট্টাচার্যর কাজ ভাগ করে দেওয়া হয়েছে। সপ্তাহ শুরুর প্রথম তিন দিন, অর্থাৎ সোম, মঙ্গল ও বুধবার তিনি হিন্দু স্কুলে কাজ করবেন। বাকি তিন দিন, অর্থাৎ বৃহস্পতি, শুক্র ও শনিবার তাঁকে সামলাতে হবে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের লাইব্রেরির কাজ। এই বিষয়টি জানিয়ে হিন্দু স্কুলের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে স্কুল শিক্ষা দফতর।
আরও পড়ুন: কলেজ-বিশ্ববিদ্যালয়ে বাড়ল ভর্তির সময়সীমা, কতদিন পর্যন্ত আবেদন করতে পারবে পড়ুয়ারা?
এদিকে শিক্ষা দফতরের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যে এই সরকারি সিদ্ধান্তের সমালোচনা শুরু করেছে শিক্ষকদের একাংশ। গভর্নমেন্ট স্কুল এসোসিয়েশনের সভাপতি সৌগত বসু বলেন, “দীর্ঘদিন সরকারি স্কুলগুলিতে কোনও নিয়োগ নেই। পাবলিক সার্ভিস কমিশন ২০১৪-১৫ সালে মাত্র ১৬ জন গ্রন্থাগারিক নিয়োগ করেছিল। যেখানে সরকারি স্কুলের সংখ্যা ৩৯। শিক্ষা দফতরের এহেন সিদ্ধান্তের ফলে উভয় স্কুলেই গ্রন্থাগারের মান তলানিতে পৌঁছবে।”
এদিকে এডভ্যান্স সোসাইটি ফর হেড মাস্টার্স ও হেড মিস্ট্রেসেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি এই প্রসঙ্গে বলেন, “সরকার নতুন করে স্কুলগুলিতে শিক্ষক, গ্রন্থাগারিক নিয়োগ করতে না পারায়, একজনকে বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে।” এমনকী সরকার স্কুলের গ্রন্থাগারের উন্নতির জন্য অনুদান দিলেও সিংহভাগ স্কুল গ্রন্থাগারিক শূন্য হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ তুলছেন শিক্ষক মহলের একাংশ।
দেখুন আরও খবর: