কলকাতা: নিম্ন ও মধ্যবিত্তের হেঁসেলের অন্যতম উপকরণ আলু। আলু ছাড়া অচল পরিবার। সেই আলুতে আগুন লেগেছে বাজারে। এই অবস্থায় খোদ মন্ত্রী জানিয়ে দিলেন, আগামী ১৫ দিনের মধ্যে আলুর দাম কমার কোনও সম্ভাবনা নেই। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বুধবার একথা জানিয়ে বলেন, মন্ত্রী হিসেবে আলুর দাম কমানোর আপ্রাণ চেষ্টা করছি। যদি যথার্থ ভূমিকা নিতে না পারি দাম কমানোর ক্ষেত্রে, তারপর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানাব।
শোভনদেব জানান, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করলে নিশ্চয়ই আলুর দাম কমবে। গত দু’বছরের তুলনায় আলুর ফলন ভালো হয়েছে। ১৩০ লক্ষ টন আলু উৎপাদন হয়েছে। কেন আলুর দাম বাড়ছে, কৃষিমন্ত্রীর যুক্তি – হিমঘরে আলু নির্দিষ্ট সময় মেনে রাখতে হয়। হিমঘর থেকে আলু না বের হওয়ার ফলে দাম বাড়ছে। হিমঘর মালিকদের সঙ্গে কথা চলছে।
রাজ্যে গত বছরের তুলনায় এবছরের ফলন ভাল হওয়া সত্ত্বেও উত্তরপ্রদেশ থেকে এ রাজ্যে আলু ঢুকছে। এটা কেন হচ্ছে তার কোন ব্যাখ্যা কৃষিমন্ত্রীর কাছে নেই। তবে আলু চাষিরা ভালো দাম পেয়েছেন বলে তাঁর দাবি।
আরও পড়ুন- Cyclone Asani: অশনির প্রভাবে কলকাতা-শহরতলিতে ঝাঁপিয়ে বৃষ্টি
শোভনদেব আরও বলেন, আলু চাষের সময়ে আবহাওয়া ভালো না থাকার জন্য চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্য সরকার চাষিদের বিনা পয়সায় বিমা করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিমা কোম্পানির সঙ্গে কথা বলে মে মাস থেকে আলু চাষিরা ক্ষতিপূরণ পাবেন। ১ লক্ষ ৪৩ হাজার আলুচাষি রয়েছেন রাজ্যে। এরমধ্যে ৯৪ হাজার ৮৮৬ আলুচাষি বিমা সংস্থা থেকে ক্ষতিপূরণ পেয়েছেন ৭৭ কোটি টাকা। বাকি আলুচাষিরা আগামী তিন দিনের মধ্যে ক্ষতিপূরণ পেয়ে যাবেন। এর জন্য রাজ্য সরকারের ব্যয় হবে মোট ১১২.৮৮ কোটি টাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ক্ষতিপূরণ তাড়াতাড়ি সম্ভব হয়েছে।