কলকাতা: শুভেন্দু অধিকারীর ‘কলকাতা টিভি’ অ্যালার্জি অব্যহত। বুধবার নারদ মামলায় চার্জশিট প্রসঙ্গে কলকাতা টিভি-র প্রশ্ন ফের এড়িয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী।
বুধবার রাজ্যের চার হেভিওয়েট নেতার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেই তালিকায় রয়েছে সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়ের নেতাদের নাম। এছাড়াও প্রাক্তন পুলিশ কর্তা এসএমএইচ মির্জার নামে চার্জশিট পেশ করেন তদন্তকারীরা৷ এদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ইডি৷
আরও পড়ুন: নারদ মামলায় চার্জশিট দিল ইডি, নাম রয়েছে তৃণমূলের হেভিওয়েটদের
যদিও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নারদ স্টিং অপারেশনটি চালান ম্যাথু স্যামুয়েল। উল্লেখ্য, সেই স্টিং অপারেশনে উপরের ওই চার হেভিওয়েটের পাশাপাশি মোটা টাকা নিতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকেও। কিন্তু এদিনের ইডির পেশ করা চার্জশিটে আশ্চর্যজনক ভাবে শুভেন্দুর নাম না থাকায় শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।
এই প্রসঙ্গেই এ-দিন রাজ্য বিজেপির সদর দফতরে শুভেন্দুকে প্রশ্ন করেন কলকাতা টিভির সাংবাদিক। প্রশ্ন করা হয়, “নারদ কান্ডে চার্জশিট দিয়েছে অথচ আপনার নাম নেই কেন? আপনাকেও তো টাকা হাতে নিতে দেখা গিয়েছিল, এ বিষয়ে কী বলবেন?’’ সাংবাদিকের এই প্রশ্ন শুনে অন্যান্য বারের মতোই উত্তর এড়িয়ে গেলেন তিনি।
উল্লেখ্য, ভোটের আগে রাজ্যে ‘দলভারী’ করতেই নারদ মামলায় অভিযুক্তদের বিজেপিতে টেনে আনে গেরুয়া শিবির৷ ২০১৭ সালে পদ্ম শিবিরে যোগ দেন মুকুল রায়৷ তারপর একুশের ভোটের ঠিক আগে পদ্ম শিবিরে যোগ দেন শুভেন্দু৷ শুভেন্দু বিজেপিতে যাওয়ার পরই নারদ মামলায় চাঞ্চল্যকর মোড় আসতে শুরু করে৷ অভিযোগ ওঠে, স্টিং অপারেশেনের ফুটেজ থেকে কেটে বাদ দেওয়া হয় শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার অংশটুকু৷ এবার শুভেন্দুর নামই চার্জশিট থেকে বাদ রাখল ইডি৷
আরও পড়ুন: নারদ কাণ্ডে ইডির চার্জশিটে শুভেন্দু অধিকারীর নাম নেই কেন, প্রশ্ন তৃণমূলের
এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়, ‘’শুভেন্দু বাবু কি তাহলে নারদ কান্ড থেকে বাঁচতে বিজেপিতে জয়েন করেছেন?’’ প্রশ্নটি এড়িয়ে যান তিনিও।
এই প্রথম নয়, শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের প্রশ্ন হোক, কিংবা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, একাধিকবার কলকাতা টিভির প্রশ্নে মেজাজ হারিয়েছিলেন শুভেন্দু।
অন্যদিকে, গোটা বিষয়ে পাল্টা আক্রমণে নেমেছে তৃণমূল। তদন্তের নামে দ্বিচারিতা করছে ইডি সিবিআইয়ের মতো সংস্থাগুলি। এমনটাই দাবি করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সেইসঙ্গে শুভেন্দুকে গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় সংস্থাগুলির হাত থেকে বাঁচতেই বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু। সেই জন্যই ফুটেজ থেকে তাঁর টাকা নেওয়ার দৃশ্য উধাও হয়ে গিয়েছে বলেও অভিযোগ করেন কুণাল ।