কলকাতা : টিকাকরণের নিরিখে দেশের মধ্যে সব থেকে এগিয়ে রয়েছে কলকাতা। কিন্তু কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভ্যাকসিনের অপ্রতুলতা। তা নিয়েই ফের বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করলেন রাজ্যের পরিবহন ও আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম।
আরও পড়ুন : ফিরহাদ হাকিমের হাত ধরেই শহরে শুরু সিএনজি বাসের পথচলা
বিগত কয়েকদিন শহর কলকাতায় এবং রাজ্যে কোভিশিল্ড ভ্যাকসিনের অপ্রতুলতার জন্য ভ্যাকসিনেশনের কাজ বন্ধ রাখা হয়। সোমবার শহর কলকাতা জুড়ে মাত্র ২৭ হাজার ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর জন্য একদিকে যেমন প্রথম ডোজ দেওয়ার কাজ ব্যাহত হচ্ছে, অন্যদিকে দ্বিতীয় ডোজ দেওয়ার কাজও আটকে যাচ্ছে। আর এর জন্য সম্পূর্ণ ভাবে দায়ী বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন : টিকাকরণের ভিত্তিতে দেশের অন্যান্য শহরের থেকে এগিয়ে কলকাতা
পরিবহন ভবন থেকে এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘ফ্রি ভ্যাকসিন ফর অল, এই লেখাটা প্রত্যেক পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে। কিন্তু ভ্যাকসিন সাপ্লাই ফর নান। বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্র’, বলেন পরিবহন মন্ত্রী। অর্থাৎ ভ্যাকসিন নিয়ে রাজনীতি, মানুষের জীবন নিয়ে রাজনীতি। এই ধরণের পাপ এর আগে কোনও সরকার করেনি, যেটা এখন কেন্দ্রীয় সরকার করছে। ফিরহাদ হাকিম বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে, ভ্যাকসিনের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। তারপরেও ভিক্ষের মত আজকে কিছু ভ্যাকসিন, কালকে কিছু ভ্যাকসিন, এভাবে চলছে।’ এর জন্য সরকারের কাছেও বারংবার চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব শেষে ফিরহাদ হাকিম বলেন, ‘কেন্দ্রের কাছ থেকে রাজ্য ভ্যাকসিন কিনতে চেয়েছে। তাহলে শুধু পেট্রোল পাম্পে ছবি দিয়ে খান্ত হবেন না। এই ভ্যাকসিন ভারতের সকলের অধিকার। সেই অধিকার থেকে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা যাবে না।’