skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeকলকাতাঘোড়ার গলায় ঝোলাতে হবে টোকেন, না হলেই শাস্তি

ঘোড়ার গলায় ঝোলাতে হবে টোকেন, না হলেই শাস্তি

Follow Us :

কলকাতা: এবার থেকে ঘোড়ার গলায় ঝোলাতে হবে টোকেন নম্বর । অর্থাৎ, ময়দান চত্বরে ঘুরে বেড়ানো ঘোড়ার গলায় নম্বর লিখে রাখতে হবে মালিকদেরকে । সেই নম্বর একটি থাকবে ঘোড়ার গলায় অন্যটি থাকবে মালিকের কাছে ৷ তা না করলে পড়তে হবে বড় শাস্তির মুখে।

হেস্টিংস থানা এবং ময়দান থানার যৌথ উদ্যোগে এমনই এক নতুন নিয়ম চালু করা হয়েছে ৷ এমনকি, নির্দেশ দেওয়া হয়েছে, ঘোড়াগুলি বাঁধনছাড়া যত্রতত্র ঘুরে বেড়াত সেগুলিকে বেঁধে রাখতে হবে । না হলেই মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে ঘোড়ার মালিকদের।

ঘোড়া মালিকদের জন্য ধার্য করা জরিমানার অংকটা নেহাতই কম নয়। ঘোড়া পিছু প্রায় আড়াই থেকে পাঁচ হাজার টাকা । আর সেই ভয়ে ময়দান চত্বরে এখন নম্বর ঝুলানো ঘোড়ার দেখা মিলল । এমনকি, নজরে পড়ল ঘোড়াকে বেঁধে রাখার ছবিও ।

আরও পড়ুন – বাংলায় ঢুকতে বাধ্যতামূলক ডবল ডোজ বা আরটিপিসিআর টেস্ট, নির্দেশিকা কলকাতা এয়ারপোর্টের

ঘোড়ার গলায় ঝোলানো রয়েছে নম্বর

ময়দানে ঘোড়ার দুর্ঘটনার কবলে পড়া খবর মাঝে মাঝেই শোনা যায়।  তাই এই বন্দোবস্ত করেছে কলকাতা পুলিশ। প্রায় পঞ্চাশের বেশি ঘোড়া এই মুহূর্তে কলকাতার ময়দানে রয়েছে। বেশিরভাগই থাকে হেস্টিংস চত্বরে ৷ কোনও কোনও ঘোড়া আবার থাকছে ময়দান চত্বরে। লকডাউনের পর ঘোড়ার সংখ্যা কিছুটা কমে যাওয়া পরও দুর্ঘটনা এড়ানো যাচ্ছিল না। তাই এই সিদ্ধান্ত পুলিশের ।

RELATED ARTICLES

Most Popular