পার্ক স্ট্রিটের এপিজে হাউসে আগুন। দমকলের ১০টি ইঞ্জিন আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে। জানা গেছে, এপিজে হাউসের ৫ তলায় আগুন লেগেছে। খালি করে দেওয়া হয়েছে এপিজে হাউস। আগুন নেভানোর জন্য আনা হয়েছে হাইড্রোলিক ল্যাডার। তবে এখনও পর্যন্ত যা জানা গেছে, ১০টি ইঞ্জিনের অক্লান্ত পরিশ্রমে আগুন এখন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নেভেনি। পার্কস্ট্রিট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ওই স্থানে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং মন্ত্রী ফিরহাদ হাকিম। ঘটনার পর্যবেক্ষণ করে ফিরহাদ হাকিম জানান, সুজিত বসু পুরো বিষয়টি দেখছেন। তিনি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সব রকম ব্যবস্থা করবেন। ওই বহুতলে একটি মেডিক্যাল কোম্পানির অফিস ছিল, সেখান থেকে এই আগুন লেগেছিল বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। যদিও সেই অফিস বন্ধ ছিল বলে জানাচ্ছেন দমকল কর্মীরা।
Html code here! Replace this with any non empty text and that's it.