নারদ মামলার জেরে সোমবার সকালে বিরাট কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। এরপর সিবিআই আধিকারিকরা সেখানে পৌঁছে তাঁকে সিবিআই অফিস নিজাম প্যালেসে নিয়ে যায়। সিবিআই অফিসে নিয়ে যাওয়ার সময় ফিরহাদ হাকিম উপস্থিত সাংবাদিকদের বলেন তাঁকে বিনা নোটিশে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এই খবর ছড়িয়ে পড়তেই ফিরহাদ হাকিমের অনুগামীরা সিবিআই ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাস্তায় শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা। এদিন একই সঙ্গে রাজ্যের অপর মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই তাঁদের বাড়ি থেকে সিবিআই অফিসে নিয়ে আসে। সিবিআই সূত্রে খবর, সম্প্রতি এদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দেন রাজ্যপাল জগদীপ ধনকর। এরপরেই তদন্ত শেষ করে এদিন তাঁদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হবে। তাঁরা যাতে পলাতক না হয় তার জন্য তাঁদের গ্রেফতার করে আদালতে পেশ করার জন্যই এই পদক্ষেপ। যদিও সিবিআই জানিয়েছে তাঁদের আটক করা হয়েছে। কিন্তু ফিরহাদ হাকিম বলেন আমাকে গ্রেফতার করা হয়েছে। আমরা আদালতে দেখে নেবো। অপরদিকে আরেক প্রাক্তন পুলিশ কর্তা এস এম মির্জার বিরুদ্ধেও চার্জশিট দাখিল করতে চলেছে সিবিআই।
Html code here! Replace this with any non empty text and that's it.