প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল। এই মুহূর্তে তাঁর খাবারের পরিমাণ বাড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাঁর শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা এই মুহূর্তে রয়েছে ৯২ শতাংশ। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তাঁর স্যাচুরেশনের মাত্রা স্থির রাখতে মিনিটে ৩ লিটার অক্সিজেন দিতে হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার তাঁকে মিনিটে ৪ লিটার অক্সিজেন দিতে হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে তাঁর শরীরে শর্করার মাত্রা কমে যায়। এই পরিস্থিতিতে তাঁকে নলের সাহায্যে তরল খাবার দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু বুদ্ধদেব বাবু তাঁতে রাজি হননি। যদিও শুক্রবার নিজেই ডাবের জল এবং স্যুপ-সহ নানা তরল খাবার খেয়েছেন তিনি। এর পরেই শনিবার তাঁর শরীরে শর্করার মাত্রা স্বাভাবিক হয়।
বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল
Follow Us :