skip to content
Saturday, June 29, 2024

skip to content
HomeCurrent Newsবিশ্বভারতীতে হবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক

বিশ্বভারতীতে হবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক

Follow Us :

করোনা আবহে রাজ্য ও কেন্দ্র গত ২ বছর যাবৎ দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করেছে। ফলে সঠিক মূল্যায়ণ হয়নি অনেক ছাত্রছাত্রীর। কিছু দিন আগে কেন্দ্রীয় সরকার সিবিএসই’র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করেছিল। তার প্রায় সঙ্গে সঙ্গেই বাতিল হয়ে যায় পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু রাজ্য বা কেন্দ্রের এই সিদ্ধান্তের সরিয়ে রেখে দশম এবং দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষার বার্তা দিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বুধবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয় যেখানে বলা হয়েছে, আগামী ৫ জুলাই থেকে পাঠভবন এবং শিক্ষা সত্রের প্রি ডিগ্রি পরীক্ষা শুরু হবে। কিন্তু লিখিত পরীক্ষা হবে না। তার বদলে হোয়াটস্অ্যাপ কিংবা জুম ব্যবহার করে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। কবে কোন পরীক্ষা হবে, সেই বিষয়ে পরে জানানো হবে। এই মৌখিক পরীক্ষা থেকে প্রাপ্ত নম্বররের ওপর ভিত্তি করেই হবে দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মূল্যায়ণ। বুধবার বিশ্বভারতীর উপাচার্য, অস্থায়ী কর্মসচিব এবং সব ভবনের অধ্যক্ষদের নিয়ে একটি জরুরি বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular