Wednesday, November 26, 2025
Homeপাঁশকুড়ায় মাটির বাড়ি ভেঙে মৃত ২, মৃতের পরিবারের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়

পাঁশকুড়ায় মাটির বাড়ি ভেঙে মৃত ২, মৃতের পরিবারের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়

পাঁশকুড়া: শুক্রবার রথযাত্রার (Rath Yatra) দিন পুরনো দোতলা মাটির বাড়ি ভেঙে (House Collapses) চাপা পড়ে মৃত্যু হয় দুই মহিলার। ঘটনা পাঁশকুড়া (Panskura) ব্লকের রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব শুকুতিয়া গ্রামের। মৃতদের নাম পুষ্প রানী মাজী। তাঁর বয়স ৯২ বছর। অপর একজন সুষমা গোস্বামী। বয়স ৬০ বছর।

জানা গিয়েছে, ওই পুরনো বাড়িতেই দীর্ঘদিন ধরে বসবাস করতেন তাঁরা। শুক্রবার ভারী বৃষ্টিতে হঠাৎই হুরমুরিয়ে ভেঙে পড়ে বাড়িটি। ঘটনার সময়ে বাড়িতে ছিলেন পুস্পরানি ও সুষমা। বাড়ি চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

আরও পড়ুন: বৃষ্টিতে ডুলুং নদীর কজওয়ের উপর দিয়ে বইছে জল

পাঁশকুড়ায় এই ঘটনার পর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) পক্ষ থেকে মৃত পুস্পরানী মাজী ও সুষমা গোস্বামীর পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা তুলে দেওয়া হয়। এই টাকা তুলে দেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়। পাশাপাশি দুই পারিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। যদিও এই নিয়ে এখন শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বিজেপির দাবি, তৃণমূল সরকার দুর্নীতি করেছে। তাই মাটির বাড়ি থেকে পাকার বাড়ি পাননি প্রাপকরা। তাই এই ঘটনা ঘটেছে। তৃণমূল টাকা দিয়ে সস্তার রাজনীতি করছে।

দেখুন অন্য খবর 

Read More

Latest News