Friday, July 4, 2025
HomeখেলাBREAKING: মহিলা হকিতে সোনার দৌড় শেষ, আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হার রানি...

BREAKING: মহিলা হকিতে সোনার দৌড় শেষ, আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হার রানি রামপালদের

Follow Us :

টোকিও: অলিম্পিকস হকিতে পুরুষদের পথেই এগোলেন মহিলারা৷ সোনার দৌড় থেকে ছিটকে এবার ব্রোঞ্জের লড়াই রানি রামপালদের সামনে৷ শুক্রবার যে লড়াইয়ে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে নামবে ভারতীয় মহিলা হকি দল৷ সেমিফাইনালের ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে এগিয়ে থেকেও হারল ভারত৷

 আরও পড়ুন: টোকিও অলিম্পিকের ফাইনালে নীরাজ চোপরা, গড়লেন রেকর্ড

প্রথম কোয়ার্টারেই গুরপ্রীত কৌরের গোলে এগিয়ে যায় ভারত৷ দ্বিতীয় কোয়ার্টারে সমতায় ফেরে আর্জেন্তিনা৷ এবং তৃতীয় কোয়ার্টারে আর্জেন্তিনা অধিনায়ক মারিয়া নোয়োলের গোলে ফাইনালে যাওয়ার রাস্তা পরিষ্কার হয় আর্জেন্তিনার৷ এমনিতে আর্জেন্তিনার বিরুদ্ধে হেড টু হেডের লড়াইয়ে পিছিয়ে থেকেই সেমিফাইনালে নেমেছিলেন সবিতার৷

অলিম্পিকের মঞ্চে নামার আগে আর্জেন্তিনা সফরে সাতটি ম্যাচ খেলেছিল ভারতীয় মহিলা হকি দল যেখানে আর্জেন্তিনা জুনিয়র হকি দলের বিরুদ্ধেও হেরেছিল তারা তবে প্রথমবার অলিম্পিক হকির সেমিফাইনালে পৌঁছে আগেই ইতিহাস গড়েছে মহিলা হকি দল৷ গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালে পৌঁছনোর যে লড়াইটা ছিল রূপকথার গল্পের মত৷ গ্রুপ লিগের তিনটে ম্যাচে হার তার পর আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় ভারতের কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা পরিষ্কার করেছিল৷

আরও পড়ুন: অলিম্পিকের ফাইনালে ব্রাজিল, সোনা জেতার লক্ষ্যে দানি আলভেজরা

সেখানে অস্ট্রেলিয়ার মত দলের বিরুদ্ধে জয়৷ গুরপ্রীত কৌরের একমাত্র গোল সেমিফাইনালে পৌঁছে দিয়েছিল ভারতকে৷ তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্তিনার বিরুদ্ধে জয়টা সহজ ছিল না৷ সোনা বা রুপোর লড়াই হাতছাড়া হলেও, ব্রোঞ্জ জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে রানি রামপালদের সামনে৷ সেই লক্ষ্যে সফল হয়ে ভারতের মহিলা হকিতে নতুন ইতিহাস লিখতে চান রানিরা৷

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39