skip to content
Friday, December 6, 2024
HomeদেশUnique Family Id: আধার থেকেও রেহাই নেই, এবার ‘ইউনিক ফ্যামিলি আইডি’ চালু...

Unique Family Id: আধার থেকেও রেহাই নেই, এবার ‘ইউনিক ফ্যামিলি আইডি’ চালু করার সিদ্ধান্ত কেন্দ্রের

Follow Us :

নয়াদিল্লি: কেন্দ্রে বিজেপি (BJP) জমানায় ‘এক দেশ, এক উর্দি’, ‘এক দেশ, এক বেতন’, ‘এক দেশ, এক পেনশন’–এর মতো অনেক কিছু দেখেছেন-শুনেছেন দেশের মানুষ। এবার একটি পরিবারের জন্য একটাই পরিচয়পত্র (Id) চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ভারতের প্রতিটি নাগরিকের জন্য আধার কার্ড ((AADHAAR)) বাধ্যতামূলকভাবে চালু থাকলেও, তাতেও থামতে রাজি নয় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার (BJP-led Central Government)। বলা হচ্ছে, বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পের (Social Welfare Schemes) সুবিধা পেতে থাকতে হবে ইউনিক ফ্যামিলি আইডি (Unique Family Id)। জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) থেকে এই স্কিমের সূচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রস্তাবিত এই স্কিমে জম্মু-কাশ্মীরের প্রতিটি পরিবারকে পরীক্ষামূলকভাবে ইউনিক ফ্যামিলি আইডি’র নামে একটি আলফা কোড (Alpha Code) দেওয়া হবে। সেই কোডের সাহায্য তৈরি করা হবে একটি ডেটাবেস। ১০টি ডিজিট দিয়ে এই ইউনিক আইডি তৈরি হবে। বলা হচ্ছে, ইউনিক ফ্যামিলি আইডি ডেটাবেসে একবার তথ্য যাচাই করা থাকলে, যে কোনও সুবিধাভোগীকে (Beneficiaries) যে কোনও পরিষেবা পাওয়ার জন্য আর অন্য কোনও নথি (Documents) আলাদা করে জমা করতে হবে না।  

আরও পড়ুন: Suvendu Adhikari: হাজরায় ডিসেম্বর রহস্যের ব্যাখ্যা শুভেন্দুর, বড় ডাকাত, ধেড়ে ইঁদুর ধরা পড়বেই, দাবি বিরোধী নেতার   

ই-গভার্ন্যান্স (E-Governance) সংক্রান্ত একটি সম্মেলনে রিয়াসি জেলায় কাটরায় জন্মু-কাশ্মীরের লেফ্টেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার ‘ডিজিটাল জেঅ্যান্ডকে ভিশন ডকুমেন্ট (Digital J&K Vision Documents)’ প্রকাশ করেন। বিজেপি সেই প্রস্তাবকে সমর্থন করেছে। ওই ভিশন ডকুমেন্টসে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের প্রতিটি পরিবারকে ফ্যামিলি আইডি হিসেবে একটি ইউনিক আলফা কোড দেবে সংশ্লিষ্ট কর্তপক্ষ। তা দিয়ে গড়ে তোলা হবে একটি ডেটাবেস, যাতে থাকবে প্রতিটি পরিবারের মৌলিক তথ্য। এই ডেটাবেসের মাধ্যমেই জম্মু-কাশ্মীরের প্রতিটি নাগরিককে শনাক্ত করা হবে। 

আধার থাকতে, কেনই বা আচমকা এই সিদ্ধান্ত নেওয়া হল? এর স্বপক্ষে তথ্যপ্রযুক্তি বিভাগের কমিশনার সেক্রেটারি প্রেরণা পুরীর বক্তব্য, হরিয়ানাতে যেমন ‘পরিবার পেহচান পত্র’ রয়েছে, সেরকমই হবে এই ডেটাবেস (Database)। এটা চালু হলে কোনও পরিবার পৃথক পৃথক সদস্যদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে আলাদা আলাদা করে আবেদন দাখিল করতে হবে না। দরকার লাগবে না, আলাদা করে কোনও নথিপত্র জমা দেওয়ার। 

এদিকে, কেন্দ্র এই প্রস্তাবিত উদ্যোগেকে যতই সমর্থন করুক, বিরোধী কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি’র মতো রাজনৈতিক দলগুলি এই ইউনিক ফ্যামিলি আইডি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, এটা ক্ষমতাসীন কেন্দ্র সরকারের একটি কৌশল। জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের উপর নজরদারির গেরো আরও শক্ত করার প্রচেষ্টা। সরকার নাগরিকদের ব্যক্তিগত তথ্য কতটা সুরক্ষিত রাখতে পারবে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিরোধী দলগুলি।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Jairam Ramesh | পরমাণু শক্তি নিয়েএ কি বলে দিলেন জয়রাম রমেশ
01:07:25
Video thumbnail
Priyanka Gandhi | ওয়েনাড়ের ধস নিয়ে বড় মন্তব্য প্রিয়াঙ্কা গান্ধীর, কী বললেন শুনুন
25:26
Video thumbnail
Sagarika Ghose | বিরোধীরা একজোটই আছে, সরকার ভুল কথা বলছে, বিস্ফোরক তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ
52:25
Video thumbnail
Rajya Sabha | এই মুহূর্তে রাজ‍্যসভায় কী হচ্ছে? দেখুন Live
01:49:20
Video thumbnail
Lok Sabha | এই মুহূর্তে লোকসভায় কী হচ্ছে? দেখুন Live
01:50:11
Video thumbnail
Rahul Gandhi | আদানি ইস‍্যুতে পার্লামেন্ট চত্বরে প্রতিবাদের ঝড় তুললেন রাহুল গান্ধী, দেখুন সেই ভিডিও
01:30:01
Video thumbnail
TMC | Mamata Banerjee | তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন কে? কতজন সদস্য? দেখুন এই ভিডিও
03:23:05
Video thumbnail
Muhammad Yunus | ভোট না করেই সরকার চালাবে ইউনুস? দেখুন চাঞ্চল্যকর ভিডিও
02:32:51
Video thumbnail
Donald Trump | ট্রমায় চলে যাবে শিউল! পরমাণু নিয়ে বিরাট সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প? দেখুন বড় আপডেট
02:38:55
Video thumbnail
Bangladesh | বাংলাদেশ নিয়েকী কী সিদ্ধান্ত নিল ভারত ? দেখুন স্পেশাল রিপোর্ট
03:53:00