Friday, July 4, 2025
HomeকলকাতাMamata Banerjee: দুয়ারে সরকার প্রকল্প চলবেই, মাথা নত করব না, জানিয়ে...

Mamata Banerjee: দুয়ারে সরকার প্রকল্প চলবেই, মাথা নত করব না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী 

Follow Us :

মানুষের স্বার্থে রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প (Duare Ration Scheme) চলবে বলে বিধানসভায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার তিনি বলেন, কারও গায়ের জোরের কাছে মাথা নত করব না। তার জন্য যত দূর যেতে হয়, যাব। এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের সুবিধার জন্যই দুয়ারে রেশন প্রকল্প করা হয়েছে। তার জন্য রেশন ডিলারদের (ration dealer) ৪৮০ কোটি টাকা ইনসেনটিভ (incentives) দেওয়া হয়েছে। ডিলারদের সকলের আপত্তি নেই। আমি তাঁদের সঙ্গে বৈঠক করেছি। সমাজে ৯৯ শতাংশ ভালো লোক থাকলেও এক শতাংশ মানুষ মনে করে, তারা কেবল নিজেরাই খাবে।

মুখ্যমন্ত্রীর (chief minister) স্বপ্নের প্রকল্প এর আগে আদালতে ধাক্কা খেয়েছে। রেশন ডিলাররা এই প্রকল্প মানতে রাজি হননি। তাঁরা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করে। ডিভিশন বেঞ্চ জানায়, এই প্রকল্প অবৈধ। কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে। আগামী সোমবার শীর্ষ আদালতে সেই মামলার শুনানি হওয়ার কথা। রেশন ডিলারদের সংগঠন সুপ্রিম কোর্টে (Supreme Court) ক্যাভিয়েট (caveat) দাখিল করে রেখেছে।

আরও পড়ুন: পাট্টা বিলির অনুষ্ঠানে নাগরিকত্ব নিয়ে সরব মুখ্যমন্ত্রী

ডিলার সংগঠনের (dealer association) অভিযোগ, বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার মতো পরিকাঠামো তাদের নেই। সরকার যে পরিমাণ ইনসেনটিভ দেওয়ার কথা বলছে, তাতে বাড়ি বাড়ি পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব নয়। বেশ কিছুদিন আগে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) ডিলার সংগঠনের এক সমাবেশে মুখ্যমন্ত্রী ডিলারদের হুমকিও দিয়েছিলেন। সেখানেই তিনি ইনসেনটিভের কথা ঘোষণা করেন। মামলা মোকদ্দমার কারণে দুয়ারে সরকার প্রকল্প এখন কার্যত থমকে রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন, এই প্রকল্প চলবেই।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39