সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত অবসর নিয়েছেন। এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবেন ডিওয়াই চন্দ্রচূড়। বিদায়ী প্রধান বিচারপতির অবসর গ্রহণ উপলক্ষে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে ইউ ইউ ললিত জানান, সুপ্রিম কোর্টে গত ৩৭ বছর একটানা কাজ করেছেন তিনি। এর মধ্যে ২৯ বছর কাজ করেছেন আইনজীবী হিসেবে। এছাড়া ৮ বছর কাজ করেছেন বিচারপতি হিসেবে।
ইউ ইউ ললিতের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে এবার দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন ডিওয়াই চন্দ্রচূড়। ডিওয়াই চন্দ্রচূড়ার বাবা ওয়াইভি চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে একটানা সাত বছর কাজ করেছেন।
১৯৭৮ সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে ওয়াইভি চন্দ্রচূড় ১৯৮৫ সাল পর্যন্ত একটানা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। এরপর তাঁর ছেলে ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। সুপ্রিম কোর্টের ইতিহাসে এর আগে কখনও পিতাপুত্র প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হননি।
সুপ্রিম কোর্টের ৫০তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ডিওয়াই চন্দ্রচূড়। ডিওয়াই চন্দ্রচূড়ের বাবা ওয়াইভি চন্দ্রচূড় ছিলেন সুপ্রিম কোর্টের ১৬ তম প্রধান বিচারপতি।
আরও পড়ুন: Weather: সপ্তাহান্তে পারদ পতন, তবে কি শীত আসতে চলেছে বঙ্গে? কী বলছে হাওয়া অফিস
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে ইউ ইউ ললিত ৭৪ দিন কাজ করলেন। ডিওয়াই চন্দ্রচূড় ২০২৪ সালের ১১ নভেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাজ করবেন।