নয়াদিল্লি: শ্রদ্ধা ওয়াকার (Shraddha Walkar) খুনের তদন্ত সিবিআইয়ের (CBI) হাতে দেওয়ার আবেদন নাকচ করে দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। বিচারপতি সতীশ শর্মা এবং বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার জানিয়ে দেয়, দিল্লি পুলিশ (Delhi Police) তদন্ত করছে। তদন্তে আদালত নজরদারি চালাবে না।
অন্যদিকে, দিল্লির সাকেট আদালত এদিনই শ্রদ্ধার প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালার (Aaftab Poonawala) পুলিশ হেফাজতের মেয়াদ বাড়াল। এদিন সকালে আফতাবকে আদালতে হাজির করা হলে আরও ৪ দিন তাকে পুলিশ হেফাজতে রাখার অনুমতি দেওয়া হয়। এছাড়াও পুলিশের আর্জিমতো আদালত আফতাবের পলিগ্রাফ পরীক্ষারও (Polygraph Test) অনুমতি দিয়েছে।
আরও পড়ুন: ED Anubrata Mondal: ইডির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডল
দিল্লি হাইকোর্টে সিবিআই তদন্তের দাবি জানিয়ে এক আবেদনে বলা হয়েছিল, সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষের চোখের সামনে চলা পুলিশি তদন্তে তথ্যপ্রমাণের ক্ষতি হতে পারে। এর জবাবে দিল্লি পুলিশ আদালতে বলে, তদন্তের ৮০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। তা শুনে আদালত জানিয়ে দেয়, আমরা কেন পুলিশের কাজে সন্দেহপ্রকাশ করতে যাব। এই বলে আফতাবের আরও ৪ দিন পুলিশ হেফাজত দেয় আদালত।
আফতাবের বর্ণনা মতো পুলিশ দিল্লির একটি পুকুরের ছবি আঁকিয়েছে। সেখানে জল ফেলার কাজও শুরু হয়েছে। আফতাব পুলিশকে আরও জানিয়েছে, রাগের মাথায় সে খুন করেছে শ্রদ্ধাকে। পুলিশের সঙ্গে সে সবরকম সহযোগিতা করছে। পুলিশ সোমবারই আফতাবের পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানিয়েছিল আদালতে। আফতাব যা বলছে, তা সত্যি না মিথ্যা যাচাই করার জন্য এই পরীক্ষা করা হয়।