Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeসিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন প্রত্যাহার করল দল

সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন প্রত্যাহার করল দল

কলকাতা: তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন প্রত্যাহার। ভোটের মুখে সিপিএম-র রাজ্য কমিটিতে এই সিদ্ধান্ত। আপাতত রাজ্য থেকে কেন্দ্রীয় কমিটিতে কাজ করবেন। বুধবার মহঃ সেলিম এই কথা জানিয়ে দিয়েছেন। তবে সাসপেনশন উঠলেও জেলায় পার্টির কাজ করতে পারবেন না। রাজ্য কমিটির অধীনেই তাঁকে কাজ করতে হবে, সাংবাদিক বৈঠক করে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম।

গত বছর ২৭ অক্টোবর মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে। তদন্ত রির্পোটের পর ৬ মাসের জন্য সিপিএম নেতাকে সাসপেন্ড করা হয় সিপিএমের তরফে।সেই সাসপেনশনই এবার তুলে নেওয়া হল দলের তরফে। গত দুদিন রাজ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জেলার কাজ নয়, কেন্দ্রীয়ভাবে তিনি জেলার কাজে অংশগ্রহন করতে পারবেন, এমনটাই দল সূত্রে খবর।

আরও পড়ুন: পানিহাটিতে তৃণমূল-সিপিএম সংঘর্ষ, ধুন্ধুমার পরিস্থিতি

এই বিষয়ে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, বুধবার সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম ও পলিট ব্যুরোর সদস্য সুজিত ভট্টাচার্য রাজ্য অফিসে ডেকে পাঠান। সেখানে সিপিএমনেতাকে সর্বসম্মতি ক্রমে সাসপেনশনের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানান।
দেখুন ভিডিও: 

</div

Read More

Latest News