skip to content
Saturday, June 29, 2024

skip to content
Homeআন্তর্জাতিকUS President: আড়াআড়ি বিভক্ত মার্কিন মুলুকে বাইডেনের ত্রাতা হতে পারেন ট্রাম্প

US President: আড়াআড়ি বিভক্ত মার্কিন মুলুকে বাইডেনের ত্রাতা হতে পারেন ট্রাম্প

Follow Us :

দুবছর বাদে পরবর্তী নির্বাচনের আগে বেশ বড় মাপের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ফ্লোরিডায় গভর্নর নির্বাচনে যেন তার ইঙ্গিত পাওয়া গেল। বিপুল ভোটে ডেমোক্র্যাট প্রার্থীকে হারিয়ে জয়ী হলেন রিপাবিক্লান প্রার্থী রন ডিস্যান্টিস। দুদলের প্রার্থীর মধ্যে ব্যবধান প্রায় ২০ শতাংশ। যদিও দলের মধ্যে অন্যরকম চাপের মুখে আছেন ফ্লোরিডার নতুন গভর্নর। তার কারন আমেরিকার বহুচর্চিত ও বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মার্কিন রাজনীতির বিশেষজ্ঞদের মত পরিস্থিতি এক অদ্ভুত দিকে মোড় নিচ্ছে মধ্যবর্তী নির্বাচনে। কারণ মুদ্রাস্ফীতি, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ নানা ইস্যুতে বাইডেনকে কোনঠাসা করার সব রকম কৌশল কাজে লাগানোর চেষ্টাই চালিয়ে যাচ্ছেন রিপাবলিকানরা। আর এহেন পরিস্থতিতে দ্বন্দ্ব তৈরি হয়েছে রিপাবলিকানদের শীর্ষ নেতৃত্বে। বিপক্ষকে চাপের মধ্যে রাখা রন ডিস্যান্টিসের উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছেন, আগামী ১৫ নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছেন তিনি। রাজনৈতিক মহল নিশ্চিত প্রেসিডেন্ট পদে তিনি যে পরের নির্বাচনে লড়ছেন তা স্পষ্ট করে জানিয়ে দিতে চান ট্রাম্প।    
   
অন্যদিকে মর্কিন কংগ্রেসেও স্নাযুর চাপ যথেষ্ট বাড়িয়ে দেওয়া লড়াইয়ের মুখোমুখি ডেমোক্র্যাটরা। ৪৩৫টি আসনের হাউস অফ রিপ্রেজেন্টেটিভে সব কটিতেই ভোট হচ্ছে মধ্যবর্তী নির্বাচনে। আর প্রাক-নির্বাচনী সমীক্ষায় স্পষ্ট আভাস দেওয়া হয়েছে, নিম্ন কক্ষের লড়াইয়ে বেশ খানিকটা এগিয়ে রিপাবলিকানরা। একইভাবে মার্কিন সেনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হচ্ছে এবার। সেখানেও হয়তো কান ঘেঁষা লড়াইয়ের মোকাবিলা করতে হচ্ছে ডেমোক্র্যাটদের। সব মিলিয়ে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে নানা চোরাস্রোতের মধ্যে পড়তে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুই প্রধান প্রতিপক্ষকে। যা চূড়ান্ত আকার নেবে ২০২৪ সালে। অবশ্য সে লড়াইয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট আছেন কি না তা জানার জন্য অপেক্ষা করতে হবে অন্তত ১৫ নভেম্বর পর্যন্ত।  রঙ্গমঞ্চে যার প্রত্যাবর্তনে খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন জো বাইডেন।        
  

RELATED ARTICLES

Most Popular