Saturday, October 11, 2025
Homeপ্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয়ের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয়ের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের

ওয়েবডেস্ক- অন্ধ্রপ্রদেশে (Andrapradesh) মর্মান্তিক ঘটনা। প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির (Former Chief Minister Jagan Mohan Reddy) কনভয়ের (Convoy) ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। বুধবার ১৮ জুন ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গুন্টুর জেলার (Guntur District) কাছে এতকুরু গ্রামের পাশে অঞ্জনেয় মন্দিরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃতের নাম চেলি সিঙ্গাইয়া (Cheeli Singaiah)।

জগন মোহন রেড্ডির নেতৃত্বে একটি রাজনৈতিক সমাবেশে অংশ নিতে এসেছিলেন তিনি। এই সমাবেশটি তাদেপল্লি (গুন্টুর জেলা) থেকে সাত্তেনাপল্লি (পালনাড়ু জেলা) পর্যন্ত একটি শোক মিছিলের অংশ ছিল। যা গত বছরের সাধারণ নির্বাচনের ফলাফলের পর আত্মহত্যা করে মারা যাওয়া একজন ওয়াইএসআরসিপি কর্মীর স্মরণে অনুষ্ঠিত হয়েছিল।

পুলিশ কর্মকর্তাদের মতে, দুর্ঘটনায় জড়িত কনভয়ের গাড়িটি ওই ব্যক্তিকে ধাক্কা দেওয়ার পরেও থামেনি। গুন্টুর জেলার পুলিশ সুপার এস. সতীশ কুমার নিশ্চিত করেছেন যে ‘এ.পি. ২৬ সিই ০০০১’ নম্বরের গাড়িটি ওই ব্যক্তিকে ধাক্কা দেয়, অ্যাসিস্টান্ট সাব ইন্সপেক্টর রাজশেখর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। চিকিৎসকেরা তার মৃত্যু হয়েছে বলে জানান। গুন্টুর রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক সর্বশ্রেষ্ঠ ত্রিপাঠী এবং এসপি সতীশ কুমার এক যৌথ সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য প্রকাশ করেন।

আরও পড়ুন- ভোটের আগেই কল্পতরু নীতীশ সরকার, একধাক্কায় তিনগুণ ভাতা বাড়ল বিধবা ও প্রবীণদের

কর্তৃপক্ষ স্বীকার করেছে যে, ব্যক্তির অবস্থা পরীক্ষা না করেই কনভয়টি তার পথে চলতে থাকে। গুন্টুর জেলার আইজি সর্বশ্রেষ্ঠ ত্রিপাঠী ও পুলিশ সুপার সতীশ কুমার জানিয়েছেন, গাড়ি ধাক্কার মারার পরে ওই ব্যক্তির অবস্থা কীরকম আছে না দেখেই গাড়িটি চলতে শুরু করে। একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

এসপি সতীশ কুমার জনসাধারণকে আশ্বস্ত করেছেন যে, অভিযোগের ভিত্তিতে এবং যোগ্যতার ভিত্তিতে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। আমরা কঠোর ব্যবস্থা নেব।

দেখুন আরও খবর-

 

 

Read More

Latest News