ওয়েবডেস্ক- সামনেই ভোট (Bihar Election), তাই বিহার নির্বাচনে রাজ্যবাসীর মন জয় করতে হবে। ভোট বাক্স ভরাতে তাই রাজনৈতিক দলগুলির প্রধান হাতিয়ার ‘ভাতা’ (Allowance) । কে কত রকম বাড়িয়ে ভাতা দিতে পারবে, তার যেন প্রতিযোগিতা। পিছিয়ে থাকল না বিহার। ভোটের তিন থেকে চার মাস আগেই বিহারে বিধবা ও বয়স্কদের পেনশনের পরিমাণ তিন গুণ করে দিল নীতীশ সরকার (Nitish Government)। এক লাফে ৭০০ টাকা বাড়িয়ে দেওয়া হয় এই সামাজিক সুরক্ষা ভাতা।
এতদিন ধরে বিহারে বয়স্ক নাগরিক, থেকে বিধবা মহিলা ও বিশেষভাবে সক্ষম নাগরিকরা সামাজিক নিরাপত্তা ভাতা পেনশন প্রকল্পের অধীনে মাসে ৪০০ টাকা করে পেতেন। এবার সেই পেনশন বেড়ে হবে ১১০০ টাকা। ফলে এক ধাক্কায় তিনগুণ বাড়ল। জুলাই মাস থেকেই এই বর্ধিত ভাতা পাবে বিহারবাসী।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের ১ কোটি ৯ লক্ষ মানুষ উপকৃত হবে। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে যাতে সকল গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পেনশনের টাকা ঢুকে যায়, তা নিশ্চিত করবে সরকার।’
আরও পড়ুন- কখনই চালু হবে না সিন্ধু জলচুক্তি! পাকিস্তানকে বড় বার্তা অমিত শাহর
উল্লেখযোগ্য, রাজনীতির ময়দানে ভোট আসতেই ভাতা দেওয়া, ভাতা বৃদ্ধি সব রাজনৈতিক দলগুলিই করে থাকেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা বৃদ্ধি করলে সেই নিয়ে সুর তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ। বিহারে গিয়েও প্রধানমন্ত্রীর নিজের মুখেও একের পর ঘোষণা শোনা গেছে। মোট ৫.৭ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন মোদি।
উল্লেখ্য, এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে বিহার বিধানসভা নির্বাচন। বিহারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নিরিখে যে নির্বাচন হাড্ডাহাড্ডি হতে চলেছে বলেই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের। কারণ এনডিএ এবং মহাজোট ছাড়াও এবার বিহার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।
বিহার বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ক্ষমতাসীন এনডিএ এবং বিরোধী মহাজোট – দুই পক্ষের অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলির মধ্যেই আসন রফা নিয়ে বিবাদ ক্রমশ বাড়ছে। মহাজোটে আরজেডি বলে দিয়েছে, ২৪৩ আসনের মধ্যে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে ১৪০ আসনে ও বাকি আসন ছাড়বে জোটসঙ্গীদের জন্য। আর কংগ্রেস জানিয়েছে, এয়াবেও তারা ৭০ আসনে লড়াই করবে। বাকি পড়ে রইল ৩৩ আসন। যে আসন বন্টন হবে সিপিআই, সিপিআইএমএল, সিপিআইএম ও ভিআইপির মধ্যে।
দেখুন আরও খবর-