ফ্রান্স: বিশ্বকাপ ফাইনালে (FIFA World Cup Final) আর্জেন্টিনার (Argentina) সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারতে হয়েছে ফ্রান্সকে (France)। আর এই হার মেনে নিতে পারেনি অনেকেই। যার ফলস্বররূপ ম্যাচ শেষ হতেই উত্তাল হয়ে উঠল ফ্রান্স। বিক্ষোভকারীদের সামলাতে লাঠি চালাল পুলিশ। কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগও উঠেছে।
জানা গিয়েছে, রবিবার ফাইনাল ম্যাচ দেখার জন্য শহরের নানা প্রান্তে বার কিংবা রেস্তরাঁয় জড়ো হয়েছিলেন মানুষ। কিন্তু তাঁরা স্বপ্নভঙ্গের সাক্ষী থেকেছেন। অধরা থেকে গিয়েছে বিশ্বকাপ। আর সেই আক্রোশ আছড়ে পড়েছে রাজপথে। রবিবার ফ্রান্সের রাস্তায় বিক্ষোভ ঠেকাতে ধড়পাকড়ও করেছে পুলিশ। বেশ কয়েকজন বিক্ষোভকারী ফুটবল ভক্তকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: Lionel Messi: বিশ্বকাপ হাতে নিয়ে অবসর প্রসঙ্গে বিরাট মন্তব্য লিওনেল মেসির
অন্যদিকে, প্যারিসে আর্জেন্টিনার দূতাবাসের ছবিটা ছিল ভিন্ন। সেখানে বহু আর্জেন্টিনীয় সমর্থক জড়ো হয়ে ফাইনালের রুদ্ধশ্বাস জয় উদ্যাপন করেছেন।
উল্লেখ্য, এর আগে মরক্কোর কাছে বেলজিয়াম হেরে যাওয়ার পর ব্রাসেলসে (Brussels) ব্যাপক অশান্তি ছড়ায়। শহরের পথে একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেয় দাঙ্গাকারীরা। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে পুলিশ। বেলজিয়াম ও মরোক্কোর সমর্থকরা মুখোমুখি হওয়ার পরেই চরম আকার নেয় অশান্তি।