কলকাতা: জাতির জনক মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) ৭৬-তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ বারাকপুর গান্ধীঘাটে (Barrackpore Gandhi Ghat) প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি (Chief Guest) হিসেবে সেই প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। এছাড়াও, উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি (Hre Krishna Trivedi) , মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik), রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর (Raj Chacraborty) সহ প্রশাসনিক কর্তাব্যক্তিরা।
গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে এই প্রার্থনাসভার আয়োজন করা হয়ে থাকে। সভার শুরুতে রাজ্যপাল এসে হাজির হলে উপস্থিত অতিথি এবং বিভিন্ন স্তরের কর্মচারীরা তাঁকে স্বাগত জানান। তারপরেই রাজ্যপাল-সহ বিশিষ্টজনের উপস্থিতে তথ্য ও সংস্কৃতি বিভাগের শিল্পীরা রামধুন সঙ্গীত পরিবেশন করেন।
আরও পড়ুনOdisha Health Minister: ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করে খুনের মোটিভ নিয়ে ধোঁয়াশা
সঙ্গীত পরিবেশনা চলাকালীন রাজ্যপাল-সহ উপস্থিত বাকি কর্মকর্তারা মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রদীপ প্রজ্বলন করেন। দিনটির স্মরণে সর্বধর্ম প্রার্থনাসভার আয়োজন করা হয়। গান্ধীর প্রয়াণ দিবস নিয়ে এদিন টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) । টুইট (Tweet) করে তিনি লেখেন,’ বাপু সমগ্র দেশকে ভালবাসা, সকল ধর্মের সমতা এবং সত্যের জন্য লড়াই করতে শিখিয়েছিলেন । রাষ্ট্রপতি মহাত্মা গান্ধীকে তাঁর শহিদ দিবসের লক্ষ লক্ষ প্রনাম।’
बापू ने पूरे देश को प्रेम, सर्वधर्म समभाव के साथ जीना और सत्य के लिए लड़ना सिखाया।
राष्ट्रपिता, महात्मा गांधी के शहीद दिवस पर उन्हें कोटि कोटि नमन।
— Rahul Gandhi (@RahulGandhi) January 30, 2023