মালদহ: মালদা জেলার কালিয়াচক মোথাবাড়ির বাঙ্গিটোলা হাইস্কুলের শৌচালয়ের দেওয়াল ভেঙে একাদশ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মালদা জেলাশাসকের কাছে কাছে রিপোর্ট তলব করল স্কুল শিক্ষা দফতর। জেলাশাসক ইতিমধ্যে এক অতিরিক্ত জেলাশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছেন। তাঁরা তদন্ত করে জেলাশাসককে রিপোর্ট দিলে সেই রিপোর্ট স্কুল শিক্ষা দফতরের কাছে জমা পড়বে। এমনই জানিয়েছেন স্কুল শিক্ষা সচিব মণীশ জৈন। ওই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মালদহের জেলাশাসক নীতিন সিংঘানিয়া। ওই কমিটি সমগ্র বিষয়টি খতিয়ে দেখবে।
বৃহস্পতিবার কালিয়াচক দুই ব্লকে স্কুলের পাঁচিল সহ শৌচালয়ের (toilet) ছাদ ভেঙে একাদশ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। প্রথমে তাঁকে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। আরও এক ছাত্র গুরুতর জখম হয়ে মালদা মেডিক্যাল হাসপাতালে ভর্তি। ঘটনার পরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁরা স্কুলে ভাঙচুর চালান। স্কুল কর্তৃপক্ষের উদাসীনতার জন্য ওই ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ তোলেন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ওই ছাদ মেরামত করা হয়নি। জিশান শেখ নামে বছর সতেরোর ওই ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ। ঘটনায় হতবাক স্কুলের অন্য পড়ুয়ারাও। সেসময় আরও বেশি সংখ্যক ছাত্র সেখানে থাকলে বিপদ বাড়তে পারত।
আরও পড়ুন Malda: স্কুলের পাচিল ভেঙে ছাত্রের মৃত্যু, পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ মালদহে
এই ঘটনার পরে যেসব জায়গায় স্কুল বিল্ডিং (school building) ও শৌচালয় ভগ্নদশায় রয়েছে সেগুলি মেরামতির দাবিও উঠছে। এর আগেও অনেক সময় রাজ্যের বিভিন্ন স্কুলে দেখা গিয়েছে, সিলিং ফ্যান খুলে পড়েছে। ছাদের চাঙর খসে পড়েছে। পড়ুয়া জখম হয়েছে। সেগুলির দিকে এবার নজর দেওয়ার জোরালো দাবি উঠছে। ওয়াকিবহাল মহলের মতে, নতুন ঝাঁ চকচকে স্কুল বিল্ডিং তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। পুরনো যেসব বিল্ডিং রয়েছে সেগুলি কীরকম রয়েছে তা খতিয়ে দেখা দরকার।