Monday, October 6, 2025
spot_img
Homeফের প্রবল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা? গরম থাকবে কতদিন?

ফের প্রবল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা? গরম থাকবে কতদিন?

ওয়েব ডেস্ক: গতকাল, রবিবার জামাই ষষ্ঠীতে বহু বাড়িতেই সেকেলে ছবি দেখা গিয়েছে। শাশুড়ি হাত পাখা নেড়ে জামাই বাবাজীবনকে আপ্যায়ন (Invite) করছেন। ঝড় বৃষ্টির জেরে জেলায়-জেলায় বিভিন্ন জায়গায় বিদ্যুৎ ছিল না। সঙ্গে ছিল ভ্যাপসা গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশের বেশি। ফলে এখন ৩৪ ডিগ্রি তাপমাত্রাকে ৪৮ ডিগ্রি মনে হয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে কয়েক দিন রাজ্যে প্রায় সর্বত্র বৃষ্টি (Rain) হয়েছে। তবে বৃষ্টি থামতেই যে কে সেই। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে কলকাতাতে (Kolkata) ঘেমে নেয়ে অফিস যেতে হয়েছে। আকাশের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকতে হয়েছে। তারই মধ্যে আবহাওয়া (Weather Update) জানিয়েছে, ভাসবে উত্তরের জেলা। ইতিমধ্যে উত্তরে বর্ষা প্রবেশ করেছে। দক্ষিণবঙ্গের জন্যে সেভাবে বৃষ্টির সংবাদ নেই। গরম বাড়বে। তব শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে।

এদিনই ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। দার্জিলিঙ, কালিম্পং, উত্তর দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা। তবে এরই মধ্য গরম থেকে যে নিস্তার মিলবে না তা স্পষ্ট। কারণ আগামী ২৪ ঘণ্টায় ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার পারদ চড়তে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: সিকিমে ধসের জেরে ধ্বংস সেনাঘাঁটি, মৃত ৩ সেনা

এবার আগাম বর্ষার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বন্দে ভারত ট্রেনের গতিতে বর্ষা ঢুকেছে। তবে দক্ষিণবঙ্গে এখনও দেখা নেই। এদিনও রোদ ও মেঘের লুকোচুরি খেলা চলেছে। বৃষ্টির দেখা মেলেনি।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News