কলকাতা: ভয়াবহ অগ্নিকাণ্ড কুদঘাটের প্রযোজনা সংস্থার গোডাউনে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। দক্ষিণ কলকাতার ২৭ বাবুরাম রোডে ওই প্রযোজনা সংস্থার গোডাউন রয়েছে। তবে আগুন লাগার সময়ে ওই গোডাউনে কেউ ছিলেন না বলে জানা গিয়েছে। ভিতর কারোর আটকে পড়ার সম্ভাবনা নেই বলেই অনুমান দমকলের। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছন মন্ত্রী অরূপ বিশ্বাস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৬টা নাগাদ আগুন দেখতে পান আশপাশের আবাসনের লোকেরা। তাঁরাই গোডাউন থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আগুনটি তীব্রতা এতটাই যে, গোডাউনের সামনে থাকা শেড ভেঙে যায়। গোডাউনের ভিতর দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন:চিনে ফের বাড়ছে করোনা, একাধিক শহরে জারি লকডাউন
আগুন দেখতেই খবর দেওয়া হয় দমকলকে। তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তবে আগুনের তীব্রতা এতটাই পরে আরও ইঞ্জিন এসে পৌঁছয়। গোডাউনের সামনের রাস্তা ছোট হওয়ায় দমকলের ইঞ্জিন ঢুকতেও সমস্যা হয়। তাই আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় দমকলকে। জানা গিয়েছে, প্রযোজনা সংস্থার ওই গোডাউনে বহু মূল্যবান সরঞ্জাম, ক্যামেরা ও ইলেক্ট্রনিক জিনিসপত্র রয়েছে। সেক্ষেত্রে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।