হায়দরাবাদ: পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর প্রথমে গ্রেফতার ও পরে জামিনে ছাড়া পান তেলঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং৷ জামিন পাওয়ার দু’দিন পর বৃহস্পতিবার আবার পুলিশ গ্রেফতার করল বিতর্কিত বিজেপি বিধায়ককে৷ পুরনো দু’টি অভিযোগের প্রেক্ষিতে এই গ্রেফতারি বলে জানিয়েছে তেলঙ্গানা পুলিশ৷ চলতি বছর ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে টি রাজার বিরুদ্ধে দু’টি অভিযোগ দায়ের হয়েছিল৷ ২৪ অগাস্ট অর্থাৎ গতকাল এবং আজ, বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁকে নোটিশ পাঠায়৷ তারপরই বিজেপি বিধায়ককে হেফাজতে নেয় পুলিশ৷
বিতর্কিত মন্তব্যের জন্য বারবার খবরের শিরোনামে থেকেছেন টি রাজা৷ গত রবিবার পয়গম্বরকে নিয়ে তাঁর মন্তব্যে তেলঙ্গানায় তুঙ্গে ওঠে ধর্মীয় উত্তেজনা৷ একটি নির্দিষ্ট ধর্মের মানুষের ভাবাবেগে আঘাত এবং সাম্প্রদায়িক হিংসায় উস্কানির অভিযোগে সোমবার তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ এর আগে নানা সময় বহু বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছে টি রাজার মুখে৷ চলতি বছর ফেব্রুয়ারিতে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায় বিজেপি বিধায়ককে৷ উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের আগে তাঁর ওই মন্তব্যকে ‘ভোটারদের ভয় দেখিয়ে দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য করার অভিযোগ ওঠে৷ এরপর এপ্রিল মাসে একটি শোভাযাত্রায় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগও ওঠে বিজেপি বিধায়কের বিরুদ্ধে৷