‘গ্লোবাল জাভেরিয়ান অ্যাওয়ার্ড ২০২৩’ সম্মানে ভূষিত সৌরভ গঙ্গোপাধ্যায়। এই পুরস্কার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি বলে জানালেন মহারাজ। একইসঙ্গে উঠে আসল বিশ্বকাপ প্রসঙ্গ। যুজবেন্দ্র চাহল প্রসঙ্গে মুখ খোলেন প্রিন্স অব ক্যালকাটা। বলেন, চাহলকে না নেওয়াটা কঠিন সিদ্ধান্ত। একইসঙ্গে উঠে আসে চ্যাপেল প্রসঙ্গও। সৌরভ বলেন,’আমার কড়া-রাশভারী ফাদারও গ্রেগ চ্যাপেলের চেয়ে ভালো।’ এছাড়া দ্রাবিড় প্রসঙ্গে মহারাজ বলেন যে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সমালোচনা শুনতে পারলে দ্রাবিড় কেন শুনতে পারবেন না?- মূলত ‘সৌরভ’-কে নিয়েই আজকের স্টেডিয়াম বুলেটিন-
Html code here! Replace this with any non empty text and that's it.