চণ্ডীগড়: পঞ্জাব বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে৷ শনিবার প্রথম দফার প্রার্থিতালিকা প্রকাশ করে কংগ্রেস৷ তখনই জানা গেল, রাজ্যে নির্বাচন পিছনোর আবেদন জানিয়ে কমিশনকে চিঠি পাঠিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি৷ ১৩ ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রকে লেখা চিঠিতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অন্তত এক সপ্তাহের জন্য ভোট পিঠনোর অনুরোধ করেছেন৷
ফেব্রুয়ারির ১৪ তারিখ পঞ্জাবে ভোট৷ এক দফাতেই হবে নির্বাচন৷ এর ঠিক দু’দিন পর অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি গুরু রবিদাসের জন্মবার্ষিকী পড়েছে৷ কমিশনকে লেখা চিঠিতে সেই কথা উল্লেখ করে চন্নি লেখেন, ‘পঞ্জাবের মোট জনসংখ্যার ৩২ শতাংশ তফশিলি সম্প্রদায়ভুক্ত৷ তফশিলি সম্প্রদায়ের প্রতিনিধিরা আমাকে জানিয়েছেন, ১৬ ফেব্রুয়ারি শুক্রবার গুরু রবিদাসের জন্মবার্ষিকী৷ সেই উপলক্ষে ১০-১৬ ফেব্রুয়ারি রাজ্যের তফশিলিরা উত্তরপ্রদেশের বারাণসীতে যাবেন৷ এবারও তাঁরা যাবেন৷ আর ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে৷ ফলে তফশিলি সম্প্রদায়ের অনেকেই ভোট দিতে পারবেন না৷’ তাই তিনি এক সপ্তাহের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন কমিশনার সুশীল চন্দ্রের কাছে৷

আরও পড়ুন: Punjab Polls: পঞ্জাবে প্রথম দফায় ৮৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের