কলকাতা: বিজেপির (Bjp) হয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) সুর চড়ালেন অমিত শাহ (Amit Shah)। সংখ্যালঘু তোষামোদ, দুর্নীতি, নারী নির্যাতন ও বাংলার মানুষের প্রতি বঞ্চনা, ‘অপারেশন সিঁদুর’ থেকে সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা, তৃণমূলকে সংখ্যালঘু তোষামোদের রাজনীতির অভিযোগে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
এদিনের সভা থেকে শাহ বলেন, “বাংলার ভোট শুধু বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করে না। বাংলার ভোট দেশের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের সীমান্তকে বাংলাদেশিদের জন্য খুলে দিয়েছেন। তাঁর আশীর্বাদে অনুপ্রবেশ হচ্ছে। আপনারাই বলুন, অনুপ্রবেশ আটকানো উচিত কি উচিত নয়? দিদি কি আটকাতে পারবেন? ভাইপো আটকাতে পারবেন? অনুপ্রবেশ শুধুমাত্র পদ্ম সরকার আটকাতে পারবে।”
আরও পড়ুন: অপারেশন সিঁদুর শেষ হয়নি, মোদির পর একই কথা শাহের মুখে
তিনি আরও বলেন, নির্বাচনই ভবিষ্যৎ নয়। বাংলা নিরাপত্তার দিক থেকে একটা বড় ভূমিকা পালন করে। রবিবার সভা থেকে তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্বের দিকে তোপ দেগে শাহের দাবি, ‘বাংলায় শুধু নির্বাচন নয়, নিরাপত্তাও ফ্যাক্টর। বছর বছর ধরে ওনার আর্শীবাদে বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে। যাতে ওনাদের ভোটব্যাঙ্কের রাজনীতি চলতে থাকে। কিন্তু এটা বেশিদিন চলবে না।’
বিএসএফের জন্য জমি নিয়ে প্রশ্ন তোলেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এক তৃণমূল সাংসদ তাঁকে সংসদে প্রশ্ন করেছিলেন বিএসএফ কী করছে! সেই প্রসঙ্গ টেনে শাহ বলেন, ”মমতাদিদি, আমরা আপনার থেকে জমি চেয়েছি। পুরো জমি দিয়ে দিন। কাজ শেষ করতে দিন। একটি পাখিও প্রবেশ করতে পারবে না। আপনি জেনেবুঝে সীমান্তে জমি দেন না, যাতে অনুপ্রবেশ চলতে থাকে এবং আপনার ভোটব্যাঙ্ক বাড়তে থাকে, যাতে আপনার পরে আপনার ভাইপোও মুখ্যমন্ত্রী হতে পারেন। কিন্তু এমনটা হবে না।”
দেখুন আরও খবর: