Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবিরাট বিস্ফোরণে কাঁপল পাকিস্তান! দিনেদুপুরে মৃত ১৬ পাক সেনা

বিরাট বিস্ফোরণে কাঁপল পাকিস্তান! দিনেদুপুরে মৃত ১৬ পাক সেনা

ওয়েব ডেস্ক: ফের রক্তাক্ত পাকিস্তান (Pakistan)। শনিবার ভয়াবহ আত্মঘাতী হামলায় (Suicide Blast) কেঁপে উঠল খাইবার পাখতুনখোয়া প্রদেশ। বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সেনা (Pakistani Army) কনভয়ে ধাক্কা মারে এক জঙ্গি। এই প্রাণঘাতী বিস্ফোরণে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৬ জন পাক সেনা। আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন, যাদের মধ্যে কয়েকজন সাধারণ বাসিন্দাও রয়েছেন বলে জানা গিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার সকালে সেনাবাহিনীর একটি কনভয় রুটিন মিশনে ছিল। সেই সময় হঠাৎই একটি বিপুল পরিমাণ বিস্ফোরক বোঝাই গাড়ি পাক সেনা কনভয়ের সামনে এসে তীব্র গতিতে ধাক্কা মারে। মুহূর্তে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আশপাশের দুটি বাড়ির ছাদ ভেঙে পড়ে। প্রথমে ১৩ জন জওয়ানের মৃত্যুর খবর মিললেও, পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬-তে।

আরও পড়ুন: এবার নিজের দেশেই জেলে যাবেন নেতানিয়াহু! কিন্তু কেন?

ইতিমধ্যে এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান (Taliban) পাকিস্তানের শাখা সংগঠন হাফিজ গুল বাহাদুর গোষ্ঠী। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তান প্রদেশ, টিটিপি এবং তাদের বিভিন্ন শাখার শক্ত ঘাঁটি বলে পরিচিত। বিশেষজ্ঞদের দাবি, আফগানিস্তানের তালিবান সরকারের নীরব সমর্থনেই বারবার পাকিস্তানে হামলা চালিয়ে চলেছে এই জঙ্গিগোষ্ঠীগুলি।

উল্লেখযোগ্যভাবে, এই অঞ্চলের মধ্য দিয়েই গিয়েছে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ। সেখানে এর আগেও একাধিকবার চীনা নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে টিটিপি-র জঙ্গিরা। ফলে শুধু নিরাপত্তাই নয়, বারংবার এই ধরনের জঙ্গি হামলার জেরে পাকিস্তানের অর্থনীতিও প্রবল চাপে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দেখুন আরও খবর: 

Read More

Latest News