কলকাতা: এবার স্কুলে স্কুলে বেআইনিভাবে চাকরি পাওয়া গ্রুপ ডি (Group D recruitment scam) কর্মীদের বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করল শিক্ষা দফতর (education department)। এর আগে কলকাতা হাইকোর্টের (Calcutta HighCourt) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) এই কর্মীদেরও খুঁজে বরখাস্ত করার কথা বলেছিলেন। তদন্তে দেখা যায়, প্রায় ১৭০০ প্রার্থী গ্রুপ ডি (Group D) পদে নিযুক্ত হয়েছেন। আদালত প্রশ্ন তুলেছিল, তাঁরা এতদিন ধরে বেতন পেয়ে আসছে কী করে।
আদালতের নির্দেশেই শিক্ষা দফতর ওই চাকরিপ্রাপকদের তালিকা তৈরি করেছে। শিক্ষা দফতর সেই তালিকা প্রত্যেক জেলার স্কুল পরিদর্শকদের (DI) কাছে পাঠিয়ে দিয়েছে মঙ্গলবার। ডিআইরা আবার সেই তালিকা বিভিন্ন স্কুলে পাঠিয়ে দিয়েছেন। স্কুলগুলিকে বলা হয়েছে, তাদের প্রতিষ্ঠানে কতজন এরকম কর্মী আছেন, তাঁরা কবে কাজে যোগ দিয়েছেন, কারা নিয়োগপত্র পেয়েও কাজে যোগ দেননি, তার বিস্তারিত তথ্য দ্রুত সংগ্রহ করে পাঠাতে হবে। এখন স্কুলে স্কুলে সেই নিয়ে ব্যস্ততা চলছে।
আরও পড়ুন: HC on Group D recruitment: গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে বিস্ফোরক সিবিআই
প্রাথমিকে (Primary) এবং স্কুল সার্ভিস কমিশনে(School Service Commission) গ্রুপ ডি পদেও শিক্ষকের মতো বহু শিক্ষাকর্মী বেআইনিভাবে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। যোগ্যদের চাকরির দাবিতে চলছে আন্দোলনও। বুধবারই শহরে দশটি বিভিন্ন সংগঠনের ঐক্য মঞ্চ (United Forum) মিছিলে শামিল হয়েছে। হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে তাঁদের মিছিল বেরিয়েছে। ধর্মতলায় দুটি মিছিল এলে সমাবেশ হবে। স্কুল ছাড়াও সরকারি বিভিন্ন পদে বেআইনিভাবে চাকরি পাওয়া থেকে শুরু করে শূন্য পদে নিয়োগ-সহ বিভিন্ন দাবিতে ঐক্য মঞ্চ এই মিছিলের ডাক দিয়েছে। এই মঞ্চে গ্রুপ ডি-র বঞ্চিত প্রার্থীরাও রয়েছেন। তাঁদের দাবি, অবিলম্বে নিয়োগ করতে হবে।
এর আগে একাধিকবার বিচারপতি গঙ্গোপাধ্যায় গ্রুপ ডির বেআইনি নিয়োগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তাঁর নির্দেশেই এই নিয়োগ নিয়েও তদন্ত চলছে। আদালতের নির্দেশ মেনেই স্কুলশিক্ষা দফতর বেআইনিভাবে নিয়োগ পাওয়া প্রার্থীদের তালিকা তৈরি করেছে। এবার তাঁদের বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হল। আদালতের নির্দেশেই বেআইনি ভাবে চাকরি পাওয়া অনেক শিক্ষকের চাকরি ইতিমধ্যে চলে গিয়েছে।