skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশSupreme Court: মামলার শুনানিতে কেন দেরি? কৈফিয়ত তলব প্রধান বিচারপতির

Supreme Court: মামলার শুনানিতে কেন দেরি? কৈফিয়ত তলব প্রধান বিচারপতির

Follow Us :

মামলার শুনানিতে দেরি হচ্ছে কেন? শীর্ষ আদালতের কর্মচারীদের রীতিমত কৈফিয়ত তলব করলেন দেশের প্রধান বিচারপতি। ঘটনাটি ঘটে মঙ্গলবার। কর্ণাটক হাইকোর্টের একটি স্পেশাল লিভ পিটিশনের শুনানি শুরু হওয়ার কথা ছিল প্রধান বিচারপতি ইউ ইউ ললিত আর বিচারপতি বেলা ত্রিবেদীর বেঞ্চে। ২০২১ সালে দায়ের হওয়া ওই মামলার সমস্ত কাগজপত্র তৈরি থাকা সত্ত্বেও তার শুনানির দিন ঠিক হয়েছিল দেড় বছর বাদে। 

সবকিছু দেখে শুনানির মধ্যে দুই সদস্যের ওই বেঞ্চ সিদ্ধান্ত নেয় মামলার তালিকা তৈরিতে যাবতীয় গাফিলতি খতিয়ে দেখার জন্য কোর্ট রেজিস্ট্রারের কাছে কৈফিয়ত তলব করা হবে। আর স্পষ্ট করেই জানতে চাওয়া হবে কেন নির্দিষ্ট সব মামলার কাগজপত্র তৈরি থাকা সত্ত্বেও তালিকা তৈরিতে গাফিলতি হচ্ছে। জবাব দিতে হবে দুদিনের মধ্যে। 

বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার-এর কাছে নির্দিষ্ট ভাবে জানতে চাওয়া হয়েছে, কেন সমস্ত রকম কাগজপত্র তৈরি থাকা সত্ত্বেও মামলার শুনানিতে এত দেরি হচ্ছে। ওই ধরণের সমস্ত বকেয়া মামলার তালিকা তৈরি করে বৃহস্পতিবারের মধ্যে উপযুক্ত ব্যাখ্যা সহ বেঞ্চের কাছে পেশ করতে বলা হয়েছে।” 

শীর্ষ আদালতের মামলার শুনানির তালিকা তৈরি নিয়ে এর আগেও বেশ কয়েকবার অভিযোগ উঠেছিল। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আর বিচারপতি এএস বোপান্না-র দুই সদস্যের বেঞ্চ গত অগাস্ট মাসে অত্যন্ত কড়া ভাষায় তিরস্কার করেছিলেন কোর্ট রেজিস্ট্রারকে। কারণ, তালিকা তৈরির সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা বাদ দিয়ে দেয় রেজিস্ট্রার-এর দফতর। সে বিষয়টি নিয়েও তখন অনেক সমালোচনা হয়েছিল। আপাতত দেশের প্রধান বিচারপতির উদ্যোগ সে সমস্যা কতটা মেটাতে পারে তার উপরে অনেকটা নির্ভর করছে আদালতের ভবিষ্যত কাজকর্মের গতিপ্রকৃতি। মনে করছেন আইন বিশেষজ্ঞরা।           
       

RELATED ARTICLES

Most Popular