skip to content
Thursday, July 4, 2024

skip to content
HomeCurrent Newsনেট প্র্যাকটিস শুরু কোহলি-অশ্বিনদের

নেট প্র্যাকটিস শুরু কোহলি-অশ্বিনদের

Follow Us :

গোটা ভারতীয় দল ৩ জুন পৌঁছে গিয়েছিল ইংল্যান্ডে। সেইথেকে টানা তিনদিন শুধু হোটেল ঘরে বন্দি ছিলেন সকলে। অবশেষে হোটেল বন্দি পর্ব কাটলো। তিনদিনের কড়া কোয়ারান্টাইন পালা শেষ করে কোহলি কোম্পানি অনুশীলন শুরু করল ইংল্যান্ডের মাটিতে। হোটেলের কাছেই অ্যাগাস বোল মাঠে দলের সকলে বিভিন্ন সময় ছোটো ছোটো দলে ভাগ হয়ে গা গরম করতে নামে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি শুরু হল, সাউথামটনের পরিবেশে। ম্যাচ শুরু ১৮ জুন।

জিমনেসিয়ামে একপ্রস্থ শরীরচর্চা সেরে , মাঠে আসেন কোহলিরা। ফিল্ডিং অনুশীলন সেরে সকলে নেট প্রাকটিসে ঘাম ঝরাতে শুরু করে। এই অনুশীলনের ভিডিও, ছবি আর কিছু তথ্য নিজেদের টুইটারে প্রকাশ করে বিসিসিআই। তাতে দেখা যায়, অধিনায়ক বিরাট কোহলি মাস্ক মুখে রেখেই মাঠে ঢুকছেন। যদিও প্র্যাকটিস চলাকালীন কোনও ক্রিকেটার , এমনকি কোচ রবি শাস্ত্রীর মুখ মাস্কে ঢাকা অবস্থায় ধরা পড়েনি। কিন্তু প্র্যাকটিস শেষে আবার সকলে মাস্ক ব্যবহার করেন।

নেটে অনেকক্ষণ ব্যাটিং অনুশীলন সারেন কোহলি, রোহিত, পূজারা, পন্থরা। এছাড়া সকলে আলাদা করে নেটের বাইরে নকিং সারেন অনেক্ষন ধরে। একইভাবে টানা বল করেন ইশান্ত , সামি, বুমরা, সিরাজ ও অশ্বিন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি খেলা হবে ইংল্যাণ্ডের ডিউক বলে। সেই বলেই অনুশীলন সারছেন ভারতীয় ক্রিকেটাররা। ক্লোজ ফিল্ডিংয়ে শুভমন গিল দক্ষতা দেখিয়ে সকলের হাততালি পান। ফিল্ডিং কোচের কড়া নজরদারিতে প্রতিটি ক্রিকেটার সারেন ফিল্ডিং অনুশীলন।

ক্রিকেটাররা হিলটন হোটেলের নিজেদের রুম ছেড়ে বেরুনোর অনুমতি পেতে এক এক করে জিমে ফিটনেস ট্রেনিং সেরে নেয়। তারপর সকলে মাঠে নামে। জানা গেছে, ক্রিকেটারদের প্রত্যেক রুম আলাদা করে ফিটনেস ট্রেনিংয়ের জন্য সরঞ্জাম রাখা থাকছে।

ছবি:সৌ-টুইটার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular