মধ্যপ্রদেশ: মধ্যপ্রদেশের আলিরাজপুরের ভাগোরিয়া উৎসবে দলিত কিশোরী ও মহিলার শ্লীলতাহানির ঘটনায় মূল অভিযুক্তসহ ১৫ জনকে সোমবার গ্রেফতার করেছে পুলিস। এলাকায় এদিনও যথেষ্ট উত্তেজনা ছিল। আলিরাজপুরের এসপি বিপুল শ্রীবাস্তব জানান, এখনও অভিযান চলছে। দোষীরা কেউ ছাড় পাবে না।
১১ মার্চ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) আলিরাজপুরের ওয়ালপুর গ্রামে এক জমায়েতের মধ্যেই আচমকা মেয়েদের হাত ধরে টানাটানি করে কয়েকজন যুবক। জোর করে তুলে নিয়ে যাওয়া হয় দুজনকে। প্রকাশ্যেই চলে শ্লীলতাহানি (sexually harassed and assaulted)। রবিবার ভাইরাল হওয়া এক ভিডিয়োর মাধ্যমে ঘটনাটি প্রকাশ্যে আসে। তবে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।
ভিডিয়ো ভাইরাল হতেই ক্ষুব্ধ আদিবাসী সম্প্রদায় মামলা করে। আদালতের নির্দেশে শুরু হয় তদন্ত। দায়িত্ব দেওয়া হয় আলিরাজপুরের এসপিকে। যে যুবক ওই ভিডিয়ো শ্যুট করেছে এবং আলিরাজপুরের যে যুবক তা ইন্টারনেটে আপলোড করেছে তাদের দুজনকে আটক করা হয়। পুলিস জানিয়েছে, ভিডিয়ো দেখে অপরাধীদের শনাক্ত করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিস।
আরও পড়ুন: Anubrata Mandal: সিবিআইয়ের হাতে গ্রেফতারির আশঙ্কা, রক্ষাকবচ চেয়ে ডিভিশন বেঞ্চে অনুব্রত মণ্ডল
হোলির আগে ভাগোরি উৎসবের আয়োজন করা হয়েছিল শুক্রবার। এই উৎসবে প্রধানত মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের আদিবাসীরা অংশগ্রহণ করে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, কয়েকজন যুবক আদিবাসী কয়েকটি মেয়েকে নিয়ে টানাটানি করছে। সকলের সামনেই তাদের শ্লীলতাহানিও করা হয়। এক কিশোরী ও এক মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে উন্মত্ত যুবকরা। ৩০ সেকেন্ডের এই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়।