skip to content

skip to content
Homeআন্তর্জাতিকRussia-Ukraine war: চীনের থেকে সামরিক সাহায্য চেয়ে পাঠাল রাশিয়া, দাবি মার্কিন মিডিয়ার

Russia-Ukraine war: চীনের থেকে সামরিক সাহায্য চেয়ে পাঠাল রাশিয়া, দাবি মার্কিন মিডিয়ার

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) যতটা সহজে ইউক্রেনকে ‘শবক’ শেখানোর কথা ভেবেছিলেন, কার্যক্ষেত্রে তা হয়নি। ইউক্রেনের সঙ্ঘবদ্ধ প্রতিরোধের মুখে যুদ্ধের (Russia-Ukraine war) তিন সপ্তাহ পরেও কিভকে কাবু করতে ব্যর্থ রাশিয়া। যুদ্ধ ঘিরে চরম উত্তেজনার মধ্যেই মার্কিন মিডিয়ায় দাবি করা হয়, চীনের (China) কাছ থেকে সামরিক সাহায্য চেয়ে পাঠিয়েছে রাশিয়া। রিপোর্টে আরও দাবি করা হয়, যুদ্ধ পরিস্থিতিতে চীন যাতে রাশিয়াকে সমর অস্ত্রের জোগান না দেয়, তার জন্য আমেরিকার তরফে আর্জি জানানো হয়। যদিও চীন এই খবরের সত্যতা স্বীকার করেননি। গুজব বলে উড়িয়ে দেয়।

ইউক্রেনে রাশিয়া যে কোনও সময় জৈব ও রাসায়নিক হামলা চালাতে পারে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক দিন কয়েক আগে এমন আশঙ্কাও ব্যক্ত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এ নিয়ে সতর্কও করেছে আমেরিকা।

রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় ইউক্রেনের একাধিক শহরে যুদ্ধের আগুন জ্বললেও রাশিয়াকে আক্ষরিক অর্থেই কঠিন প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। ইউক্রেনের সরকারি একটি সূত্রে সোমবার দাবি করা হয়, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার চারটি যুদ্ধবিমান তারা ধ্বংস করেছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে তিনি রুশ হেলিকপ্টারও। এর আগে রবিবারও রাশিয়ার সাতটি যুদ্ধবিমান তারা ধ্বংস করেছে বলে ইউক্রেনের দাবি। গুঁড়িয়ে দেওয়া হয়েছে রুশ ড্রোনও।

ইউক্রনকে কাবু করতে একাধিক শহরকে টার্গেট করেছে রাশিয়া। কিভ, খারকিভ, মারিউপোলে রুশ রকেট হামলায় আগুন জ্বলছে। বহু নিরীহ মানুষ আটকে পড়েছেন। শুধু মারিউপোলে গত কয়েক দিনে দেড় হাজার নিরীহ নাগরিক প্রাণ দিয়েছেন। ইউক্রেনের সামরিক ঘাঁটির পাশাপাশি আবাসিক এলাকাগুলিতেও নির্বিচারে হামলা চালাচ্ছে পুতিন বাহিনী। ইউক্রেন প্রেসিডেন্টের কথায়, রাশিয়া যা করছে, সেটা সন্ত্রাস। এ ভাবে নিরীহ নাগরিকদের হত্যা যুদ্ধ অপরাধের শামিল।

যুদ্ধের এই উত্তেজনার মধ্যেই তিন বার আলোচনায় বসেছে যুযুধান দুই দেশ। আজ, সোমবার ফের কথা হতে পারে। কিন্তু, এখনও কোনও রফাসূত্র বেরোয়নি। ক্রমশ আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে যাচ্ছে রাশিয়া। আন্তর্জাতিক সমর্থন আদায়ে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে কথা বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রুশসেনার ঘেরাটোপে রাজধানী কিভ শহর। ভলোদিমির জেলেনস্কি এখনও হার মানতে নারাজ। রাশিয়ার উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন, কিভের দখল নেওয়া এত সহজ হবে না।

RELATED ARTICLES

Most Popular